News

‘সায়নী লাগাও’! মানস ভূঁইয়ার ‘সায়নী লাগাও’ মন্তব্যের আসল সত্য বেরিয়ে আসলো

মানস ভূঁইয়ার 'সায়নী লাগাও' মন্তব্যের জেরে দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে, তবে এবার আসল সত্য বেরিয়ে আসলো। জানা গেল, মানস ভূঁইয়া আসলে সায়নীকে কি লাগাতে বলেছিলেন।

অভিনেত্রী সায়নী ঘোষের থেকে রাজনীতিক সায়নী ঘোষ (Saayoni Ghosh) এখন বেশি আলোচনার বিষয়। অভিনয় জীবনের থেকে বেশি রাজনীতি জীবনে তিনি বেশি সাফল্য পেয়েছে বলা যায়। তাঁকে ঘিরে নানা সময় নানা বিতর্ক দেখা গিয়েছে। এক সময় বামপন্থীতে ছিলেন, তবে এখন শাসক দলের একজন দাপুটে নেত্রী তিনি। তাঁর বক্তব্য সর্বদা মঞ্চ মাতিয়ে রাখে, সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল (Social Media Viral) হয়ে থাকে সেই বক্তব্যের ভিডিও।

Saayoni Ghosh
Image From Google

তবে কিছুদিন ধরে একটি মিম সায়নির জীবনে ধনাত্মক ও ঋণাত্মক দুই প্রভাবই ফেলে চলেছে। তা হলো ‘সায়নী লাগাও’ (Saayoni Lagao)। গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেস যোগদান করেন অভিনেত্রী। এখন তিনি যুব তৃণমূলের সর্বোচ্চ দায়িত্ব সামলাচ্ছেন। এ কারণে তাঁকে সভা করতে নানা জায়গায় যেতে হয়। পশ্চিম মেদিনীপুরে এমনই এক সভা করতে গিয়ে সায়নী ঘোষ এবং মানস ভূঁইয়ার (Manas Bhunia) বলা শব্দ বিতর্কে জড়িয়ে তাঁকে।

Manas Bhunia
Image From Google

আসলে সায়নী বক্তব্য শুরু করার ঠিক আগে মানস ভূঁইয়া সায়নীকে উদ্দেশ্যে করে বলেন, ‘সায়নী লাগাও’। সায়নীও বলেন, ‘বলছে লাগাও। ঠিক বলেছে।’ এই মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে দারুণ ভাইরাল হয়। এই দুইজনকে নিয়ে দারুণ মিম শুরু হয়। উঠে আসে নানা খারাপ খারাপ মন্তব্যও। তবে জানেন কি, এখানে ‘লাগাও’ শব্দের অর্থ কি? কি লাগানোর কথা বলেছেন মানস ভূঁইয়া?

‘লাগাও’ এর আসল অর্থ জানতে হলে ফিরে যেতে হবে মানস ভূঁইয়ার জন্মস্থানে। তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুরের সবংয় নামক এক প্রত্যন্ত গ্রামে। এই অঞ্চল কেন্দ্র করেই তাঁর রাজনৈতিক জীবন। রাজ্যের এই মন্ত্রীর কথা বার্তায় তাই তাঁর গ্রাম্য ভাষার টানা উঠে আসে। আর এই গ্রামে ‘লাগাও’ শব্দের অর্থ শুরু করো। সভাতে দাঁড়িয়ে মানস ভূঁইয়া ‘সায়নী লাগাও’ এর মধ্যে দিয়ে সায়নীকে বক্তব্য শুরু করার কথা বলতে চেয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button