LIC: ভবিষ্যত সুরক্ষিত করতে প্রত্যেক মানুষই নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করে রাখেন। নিজের এবং পরিবারকে অর্থনৈতিক সুরক্ষার জন্য ব্যাংক ও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করেন প্রায় প্রতিটি মানুষ। এছাড়াও বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানেও টাকা বিনিয়োগ করে থাকেন মানুষ। আর এর মধ্যে ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে গণ্য হয়। দীর্ঘদিন ধরে এলআইসি সকল শ্রেণীর জনসাধারণকে সুযোগ-সুবিধা দিতে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। আজকের প্রতিবেদনে এলআইসির একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে আলোচনা করা হলো।
Know About LIC Aadhaar Shila Policy:
বর্তমানে এলআইসির আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Policy) স্কিমটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অর্থনৈতিক দিক থেকে মহিলাদের স্বনির্ভর ও সুরক্ষিত করতে এই স্কিমটি অত্যন্ত জনপ্রিয়। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই বিমা সংস্থাটি এই প্রকল্পের মাধ্যমে আধার কার্ড হোল্ডার মহিলাদের বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে।
৮ বছর থেকে ৫৫ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের অধীনে অর্থ বিনিয়োগ করতে পারবেন। সর্বোচ্চ ২০ বছর এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। তবে কেউ চাইলে ১০ বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রেও একাধিক সুবিধা ভোগ করতে পারবেন মহিলারা। এক্ষেত্রে তাঁরা প্রতি মাসে, ৩ মাস অন্তর, ৬ মাস অন্তর বা ১ বছরেও প্রিমিয়াম জমা করতে পারবেন।
আধার শিলা পলিসির সুবিধা (LIC Aadhaar Shila Policy Benefit):
- এই পলিসির সুবিধা হলো গ্রাহক নির্দিধাসমূহ:ষ্ট সময়ে এই পলিসির টাকা দিতে ভুলে গেলে টাকা জমা করার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাবেন।
- এছাড়াও এই পলিসি থেকে ঋণ গ্রহন করতে পারবেন গ্রাহকরা।
- আয়করেরও সুবিধা মিলবে এই পলিসি থেকে।
- কোনো গ্রাহক চাইলে দুই বছর পর এই পলিসিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।
- এই স্কিমের সম্পূর্ণ মেয়াদ শেষ হয়ে গেলে গ্রাহক মাসে মাসে বা এককালীন সমস্ত টাকা তুলে নিতে পারবেন।
- এলআইসির এই আধার শিলা প্রকল্পে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বীমা কভারেজ পাবেন গ্রাহকরা।
- পলিসি চলাকালীন ৫ বছরের মাথায় গ্রাহকের মৃত্যু হলে সেক্ষেত্রে মেয়াদ পূর্তির সময় গ্রাহক যে পরিমাণ টাকা পেতেন সেই সমপরিমাণ টাকা তার পরিবারকে দেওয়া হবে।
এলআইসি আধার শিলা পলিসির অধীনে কোনো গ্রাহক ৩০ বছর বয়সে ২০ বছরের জন্য দৈনিক ২৯ টাকা করে জমা করলে সে ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার প্রথম বছরের শেষে তিনি মোট ১০ হাজার ৯৪৯ টাকা জমা করবেন। দ্বিতীয় বছর জমা করা অর্থের পরিমাণ হবে ১০ হাজার ৭২৩ টাকা। এই বিনিয়োগের উপর ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। সে ক্ষেত্রে ২০ বছরের শেষে তার মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৪ লাখ টাকা।
আরও পড়ুন:LIC-র এই পলিসিতে দৈনিক ৪৫ টাকা বিনিয়োগে রিটার্ন পাবেন ২৫ লক্ষ টাকা; জানুন বিস্তারিত