Post Office:পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগে মেয়াদপূর্তিতে পেয়ে যান ৩০ লাখ টাকা, জেনে নিন বিস্তারিত

Post Office: ঝুঁকিহীন বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে ব্যাঙ্কের পর পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের উপর আস্থা রাখেন সাধারণ মানুষ। এটি পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে গ্রাহকদের কষ্টার্জিত অর্থ একদম সুরক্ষিত থাকে।

এই RD স্কিমে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন গ্রাহকরা। এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোনো সীমা নেই। গ্রাহকরা তাঁদের বাজেট অনুযায়ী এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

Post Office
Post Office

স্কিমের মেয়াদ: এই স্কিমের মেয়াদ পাঁচ বছর।

সুদের পরিমাণ: RD স্কিমে পাঁচ বছরে জমানো টাকার উপর বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়ে থাকে। বর্তমানে RD স্কিমে সুদের হার ৬.৭ শতাংশ।প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি ত্রৈমাসিকে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ধারণ করা হয়ে থাকে।

জেনে নিন কীভাবে RD স্কিমে বিনিয়োগ করে ৩০ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে?

পোস্ট অফিসের RD স্কিমের মেয়াদ পাঁচ বছর হলেও গ্রাহকরা চাইলে এই মেয়াদ আরও পাঁচ বছর পর্যন্ত বাড়াতে পারেন। এমতাবস্থায় কোনো ব্যক্তি এই স্কিমে দশ বছর প্রতি মাসে ১৮ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে তিনি ৩০ লাখ টাকা রিটার্ন পাবেন অর্থাৎ প্রতি মাসে ১৮ হাজার টাকা বিনিয়োগ করলে দশ বছরে মোট টাকার পরিমাণ হবে ২১,৬০,০০০ টাকা। এর সঙ্গে সুদ হিসাবে মিলবে ৯,১৫,৩৮৫ টাকা অর্থাৎ রিটার্নে ৩০,৭৫,৩৮৫ টাকা হাতে পাবেন গ্রাহকরা।

রেকারিং ডিপোজিট স্কিমে ২ হাজার বা ৩ হাজার টাকা করে জমিয়েও লাখপতি হতে পারেন গ্রাহক। পোস্ট অফিসের আরডি ক্যালকুলেটর অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ৫ বছরের মেয়াদে ২ হাজার টাকার রেকারিং ডিপোজিট করেন তবে মোট টাকার পরিমাণ হবে ১,২০,০০। সুদ হিসেবে মিলবে ২২,৭৩২ টাকা অর্থাৎ মোট রিটার্ন পাওয়া যাবে ১,৪২,৭৩২ টাকা। একইভাবে পাঁচ বছর RD স্কিমে ৩ হাজার টাকা বিনিয়োগে মোট জমা পড়বে ১ লাখ ৮০ হাজার টাকা। সুদ থেকে আয় হবে ৩৪,০৯৭ টাকা আয় হবে। রিটার্ন হিসেবে গ্রাহকরা পাবেন ২,১৪,০৯৭ টাকা।

আরও পড়ুন: LIC-র এই পলিসিতে দৈনিক ৪৫ টাকা বিনিয়োগে রিটার্ন পাবেন ২৫ লক্ষ টাকা; জানুন বিস্তারিত

Leave a Comment