Buddhadeb Bhattacharya: ভেঙে পড়লো বাম জমানার এক খুঁটি। পতন হলো এক যুগের। ১২ বছর নয় ১১ বছরে শেষ হয়েছিল বুদ্ধ যুগ। পশ্চিমবাংলার বাম রাজনীতিতে শেষ তথা দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর পর তিনি ধরেছিলেন বাংলার লাল পতাকার লাঠি।
অবশেষে সেই যুগের অবসান। অন্যান্য দিনের মতন সকালে উঠে প্রাতরাশ সাড়েন বুদ্ধদেব (Buddhadeb Bhattacharya)। তারপর সবকিছু ঠিক ছিল হঠাৎ করেই সকাল আটটা নাগাদ অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় যার প্রচন্ড শ্বাসকষ্ট। ৮:২০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই খবর নিশ্চিত করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য!
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবরের শোকে বিহবল হয়ে পড়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তিনি প্রথমেই ছুটে যান বুদ্ধদেব ভট্টাচার্যের বাস গৃহে সেখানে গিয়ে সান্তনা দেন তার স্ত্রীকে! তবে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে না। বরং তার ইচ্ছা অনুযায়ী দেহ এবং চক্ষু দান করা হবে।
আজ তার চক্ষু নিয়ে যাওয়া হবে আই ব্যাংকের তরফ থেকে অন্যদিকে আগামীকাল আলিমুদ্দিন স্ট্রিটে রাখা হবে তার দেহ। এরপর সেই দেহ এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এদিকে বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম থেকে কান্তি গাঙ্গুলী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন।
সেই সঙ্গে বুদ্ধদেবের আপামর ভক্তরা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। সিপিআইএমের বিভিন্ন দলীয় কার্যালয় গুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুদিনে জানানো হচ্ছে শ্রদ্ধার্ঘ্য। অনেকেই ভিড় করেছেন তার বাড়ির সামনে একবার তাকে শেষ দেখা দেখার জন্য।
আরও পড়ুন: Ambulance: সস্তায় মিলবে অ্যাম্বুলেন্স; এইবার নয়া অ্যাপ আনছে সরকার! জানুন বিস্তারিত