নব্বই দশকের বাংলা সিনেমার (Bengali Flim) কথা বললে, যে সব অভিনেতা অভিনেত্রীর নাম উঠে আসে তাঁদের মধ্যে অন্যতম হলেন লোকেশ ঘোষ (Lokesh Ghosh)। এক সময় বহু বাংলা ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে আজ আর তাঁকে পর্দায় দেখা যায় না। নব্বই দশকের যে সব অভিনেতা অভিনেত্রী সময়ে স্রোতে হারিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে লোকেশও একজন। বর্তমানে কেমন আছেন এই অভিনেতা, কিভাবে দিন কাটছে তাঁর? চলুন বিস্তারিত জেনে নিন প্রতিবেদন থেকে।
বাংলা ছবি ‘নাচ নাগিনী নাচ’ (Nach Nagini Nach) -এর হাত ধরে টলিউডে (Tollywood) পা রাখেন অভিনেতা লোকেশ। পরিচালক অঞ্জন চৌধুরীই (Anjan Choudhury) তাঁকে এই ছবিতে অভিনয়ের সুযোগ করিয়ে দেয়। ১৯৯৫ সালে মুক্তি পায় ছবিটি। প্রথম ছবিটি বেশ ভালোই ফল করেছিল। এরপর তাঁর ভাগ্য বদলে যায়, একেরপর এক হিট ছবিতে অভিনয়ের সুযোগ আসে তাঁর। অনেক ছবিতেই তিনি লিড চরিত্রে অভিনয় করেছেন, আবার অনেক ছবিতে তাঁকে সেকেন্ড লিডে দেখা গিয়েছে।
২০০৯ সাল পর্যন্ত টানা কাজ করেছেন বাংলা ছবিতে। তবে এরপর থেকে তাঁকে আর সেভাবে বাংলা ছবিতে দেখা যায়নি। ধীরে ধীরে তিনি কাজ কম পেতে শুরু করেন এবং এক সময় হারিয়ে যান বাংলা ছবি থেকে। তবে পরে আবার তিনি কামব্যাক করেন, একজন প্রযোজক হিসাবে। তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে। এই সংস্থা বর্তমানে নানা বাংলা ছবি তৈরি করে থাকে। এছাড়া লোকেশ আজও গ্রাম গঞ্জের বিভিন্ন মাচা অনুষ্ঠান করে থাকেন।
যদি তাঁর ব্যক্তিগত জীবনের কথা বলি, তবে অভিনেতা আজ একাকী জীবন কাটাচ্ছেন। এক সময় তিনি বিয়ে করেছিলেন সে সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরীকে (Chumki Choudhury)। তাঁদের একটি মেয়েও রয়েছে। তবে এই বিয়ে বেশিদিন টেকেনি। ব্যাক্তিগত জীবনে অভিনেতা ভীষণ মদ্য পান করেন। আর এই মদ্য পানই তাঁদের বিচ্ছেদের কারণ। চুমকি চৌধুরী পরে বিয়ে করলেও, লোকেশ আর কাউকে বিয়ে করেন নি। এদিকে সম্পত্তির কথা বললে, লোকশের বাবা মারা যাওয়ার পর তাঁর দিদি সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়। এখন তিনি নিঃস্ব এবং একাকী ভাবেই জীবন কাটছে তাঁর।