News

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কলকাতা সহ ১৪টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

সোমবার থেকে বুধবার পর্যন্ত গভীর নিম্নচাপের কারণে উপকূল অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে, নিচু অঞ্চলগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে

আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানালেন, আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। দপ্তর সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর ফলে আগামী এক সপ্তাহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলুন আরো বিস্তারিত খবর জেনে নিন।

Weather Update
Image Source Google

গভীর নিম্নচাপের কারণে কলকাতা সহ উপকূলের ১৪টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণেই এই বৃষ্টি। আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপ আরো শক্তিশালী হয়ে উঠবে। উপকূলের জেলাগুলোতে হওয়ার গতিবেগ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূল অঞ্চলে হওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার।

আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব -পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ আরো দু একটি জেলাতে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আকাশ আজ থেকেই মেঘলা থাকবে। এছাড়া ওড়িশা উপকূল অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update
Image Source Google

উপকূল অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। এই কারণে আজ থেকে যতক্ষন না আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ভারী বৃষ্টির কারণে সুন্দরবন সহ দক্ষিণ বঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button