UPSC: বরাবরই দেখা যাচ্ছে যে ইউপিএসসিতে (UPSC) সাফল্য অর্জন করতে হলে, পড়াশোনা এবং সঠিক কোচিং এই দু’টি বিষয়কেই বিশেষ ভাবে প্রাধান্য দেন পরীক্ষার্থীরা। তবে ২০২২ সালের ইউপিএসসি (UPSC) পরীক্ষার শীর্ষতালিকায় এমন এক জন রয়েছেন, যিনি কোনও রকম কোচিংয়ের সাহায্য ছাড়াই শীর্ষতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। আর ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সফল হতে তাঁর একমাত্র ভরসা ছিলো বই। আজকের এই প্রতিবেদনে যার কথা আমরা জানবো তিনি হলেন, ইউপিএসসি পরীক্ষায় সফল ভাবে দ্বিতীয় স্থানাদিকারি গরিমা লোহিয়া।
জানা গেছে, গরিমা লোহিয়া বিহারের বক্সারের বাসিন্দা। যিনি প্রথম বার ইউপিএসসি দিয়ে উত্তীর্ণ হতে না পারলেও দ্বিতীয় বারের প্রচেষ্টায় সাফল্য এসেছে তাও আবার দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি জানান, তাঁর দ্বিতীয় বারের প্রস্তুতিতে তিনি কোথাও কোনও রকমের খামতি রাখেননি। ৪ বছর আগে গরিমার বাবা নারায়ণপ্রসাদ লোহিয়ার মৃত্যু হলে, তাঁর পরিবারকে হঠাৎ করে নানা অসুবিধা এবং অর্থাভাবের মুখে পড়তে হয়। কিন্তু তবুও তিনি একবারের জন্যও লড়াই থামাননি।
গরিমা লোহিয়া জানিয়েছেন, ‘‘২০২০ সালে লকডাউনের সময় আমি ইউপিএসসির প্রস্তুতি শুরু করি। প্রথমে লাইব্রেরি থেকে নিয়ে বিভিন্ন বই পড়া শুরু করি। পরে অনেকগুলি ওয়েবসাইটের সাহায্য নিয়েছিলাম। প্রথমের দিকে ৮-১০ ঘণ্টা করে পড়াশোনা করলেও পরে তা কমে ২-৩ ঘণ্টায় দাঁড়ায়।’’ তাঁর কথায়, ‘‘কঠোর পরিশ্রম করলে, পড়াশোনায় ধারাবাহিকতা রাখলে, শৃঙ্খলা বজায় রাখলে সাফল্য আসবেই। তবে সফল হতে কোচিং নিতেই হবে, তার কোনও মানে নেই।’’
সেই সঙ্গে, ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সাফল্য পেতে গেলে ভালো পরামর্শদাতাদের সংস্পর্শে থাকার বার্তাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি তাঁর সাফল্যের জন্য পরিবার এবং বন্ধুদেরও কৃতিত্ব জানিয়েছেন।