News

PM Yasasvi: কেন্দ্র সরকারের যশস্বী স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা পাবে ৭৫ হাজার টাকা! জেনে নিন কিভাবে করতে হবে আবেদন

কেন্দ্র সরকারের যশস্বী(PM Yasasvi) স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা পাবে ৭৫ হাজার টাকা! জেনে নিন কি কি নথির প্রয়োজন

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ছাত্র-ছাত্রীদের নিজেদের পড়াশোনা করার জন্য হতে হয় আর্থিক সমস্যার সম্মুখীন। তাদের কথা মাথায় রেখে ভারতবর্ষে বেশ কিছু স্কলারশিপ চালু আছে। কেন্দ্র সরকারের আওতায় বেশ কিছু স্কলারশিপ রয়েছে। এগুলির মধ্যে থেকে অন্যতম হলো পিএম যশস্বী স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপের জন্য? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন অনেক পড়ুয়া রয়েছে যারা আর্থিক অবস্থার কারণে নিজেদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারে না। তাদের কথা ভেবেই একটি নতুন স্কলারশিপ নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই স্কলারশিপ ভীষণভাবে কার্যকরী।

পিএম যশস্বী (PM Yasasvi) স্কলারশিপের অপর নাম পিএম ইয়াং অ্যাচিভার্স স্কলারশিপ। সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্মেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চালানো হয় এই স্কলারশিপ। তবে এই স্কলারশিপ পেতে গেলে বৃত্তি পরীক্ষা দিতে হয়। এই বৃত্তি পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। ওবিসি, ইবিসি, যাযাবর, আধা যাযাবর, অ-বিজ্ঞাপিত ইত্যাদি শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।

এই স্কলারশিপের মাধ্যমে ভারতের অ-বিজ্ঞাপিত, ওবিসি, আধা যাযাবর, ইবিসি, যাযাবর ইত্যাদি শ্রেণীর পড়ুয়ারা আর্থিকভাবে সাহায্য পাবে। এই স্কলারশিপের দৌলতে নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কেবলমাত্র নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এক্ষেত্রে আবেদন করতে পারবে।

আর তাদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লাখ ৫০ হাজার টাকার নিচে। এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের বেশ ভালো অংকের আর্থিক সাহায্য দেওয়া হবে। নবম শ্রেণীর যোগ্য আবেদনকারীরা প্রতিবছর ৭৫ হাজার টাকা করে স্কলারশিপ পাবে। আর একাদশ শ্রেণির পড়ুয়ারা পাবে ১ লাখ ২৫ হাজার টাকা।

প্রয়োজনীয় নথি :-

১. আবেদনকারী পড়ুয়ার দশম শ্রেণী ও অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট।।
২. পারিবারিক আয়ের শংসাপত্র।
৩. আবেদনকারীর আইডেন্টিটি কার্ড।
৪. আবেদনকারীর ইমেইল আইডি ও ফোন নম্বর‌।

আবেদন পদ্ধতি :-

পিএম যশস্বী স্কলারশিপের জন্য সবার প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট হল- https://yet.nta.ac.in/‌ ।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। অংক, বিজ্ঞান, সোশ্যাল সাইন্স আর সাধারণ জ্ঞানে মিলিয়ে মোট ১০০ নম্বরের mcq পরীক্ষা নেওয়া হবে। ১১ ই জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা নেওয়া হবে ১০ ই আগস্ট পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button