১৯ বছর পর অধিক মাসে শ্রাবণ পূর্ণিমায় ঘটলো বিরল যোগ, ভুলেও করবেন না এই ভুলগুলি

পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিভিন্ন শুভ তিথি রয়েছে। এই মাসে রয়েছে মাসিক শিবরাত্রি, প্রদোষ, শ্রাবণ পূর্ণিমা, শ্রাবণ অমাবস্যার মতো শুভ তিথি। এদিকে শ্রাবণ মাস জুড়ে চলে শিবের মাথায় জল ঢালা। এই সমস্ত তিথিতে অনেকেই পুজো স্নান ও দান করে পুণ্য অর্জনের চেষ্টা করেন। আজ শ্রাবণ মাসের এমনই এক বিশেষ তিথি। আজ শ্রাবণ পূর্ণিমা (Sravan Purnima)। আজকের পূর্ণিমায় বিরল সংযোগ ঘটেছে। তাই আজকের দিনে   কিছু জিনিস করা থেকে বিরত থাকলে আপনার মঙ্গল হবে। বিস্তারিত জেনে নিন।

Full Moon
Full Moon

শ্রাবণ মাসে যে সব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে তার মধ্যে শ্রাবণ পূর্ণিমা বিশেষ। এবারের শ্রাবণ পূর্ণিমা আরো বিশেষ। কেননা এই পূর্ণিমা অধিক মাসে (Adhik Month)  পড়েছে। প্রসঙ্গত, এই অধিক মাস বলতে বোঝায় অতিরিক্ত মাস। এবারের বাংলা ক্যালেন্ডারে ১২ টি নয় বরং ১৩টি মাস রয়েছে। টানা দুই মাস ধরে চলবে শ্রাবণ মাস। ১৯ বছর পর এই দুর্লভ যোগ ঘটবে। যেখানে মলমাসের কারণে দুটি মাস জুড়ে শ্রাবণ মাস।

এই অধিকমাস প্রতি ৩ বছর পর পর আসে। এই বছর অধিক মাস শুরু হয়েছে ১৮ই জুলাই থেকে, যা চলবে ১৬ই আগস্ট পর্যন্ত। আর আজ শ্রাবণ মাসের প্রথম পূর্ণিমা। যার তিথি শুরু হয়েছে আজ সকাল ৫ টা বেজে ২১ মিনিটে। শেষ হবে আগামীকাল রাত ১ টা বেজে ৩১ মিনিটে। আজ শ্রাবণ পূর্ণিমা পালনের পাশাপাশি মঙ্গলবার হওয়ার কারণে অনেকে গৌরী ব্রতও পালন করছেন।

Full Moon2
Full Moon2

আজকের দিনে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ নামক দুটি শুভ যোগ গঠিত হয়েছে। আজকের দিনে যারা উপাসনা করবেন তারা বিশেষ ফল পাবেন। তবে ভুলেও আজ তামাক জাতীয় দ্রব‍্য ও মদ‍্য পান করবেন না। কেও বাড়িতে আসলে তাঁকে খালি হাতে ফেরাবেন না। আজকের দিনে দান করা শুভ। সকালে তাড়াতাড়ি স্নান সেরে নেওয়া ভালো। এছাড়া শিব সহ বিষ্ণু ও মা লক্ষীর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।

Leave a Comment