News

শুভশ্রীর পেট দেখে অবাক ইউভান, বেফাঁস বলে ফেলল এই কথা!

ডিসেম্বরে আসতে চলেছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। এই নিয়েই প্রথম মন্তব্য করতে দেখা গেল ছোট্ট দাদা ইউভানকে।

বর্তমানে টলিউডের পাওয়ার কাপল বলা হয় শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী কে। টলিউডের প্রথম শাড়ির অভিনেত্রী হলেন শুভশ্রী। এখন শুধুমাত্র অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনাও করছেন। ক্যারিয়ারের পাশাপাশি নিজের হাতে সংসারও সামলাচ্ছেন তিনি। প্রায় তিন বছর আগে প্রথমবারের জন্য সন্তান সুখ পেয়েছিলেন তাঁরা। এবার দ্বিতীয়বারের জন্য তাঁদের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি।

আরও পড়ুন : আজকের রাশিফল, জেনে নিন কেমন কাটবে আপনার দিন

বর্তমান মাতৃত্বকালীন অবস্থায় অসাধারণ রূপের জেল্লা দেখা দিয়েছে তাঁর মধ্যে। বয়স বাড়ার সাথে সাথে রূপের চমক বেড়েছে শুভশ্রীর। পুরোদস্তুর গৃহিণী হওয়া সত্ত্বেও সবটা সামলিয়ে রীতিমতো ডিভা হয়ে উঠছেন তিনি। বড় দাদা হতে চলেছে ছোট্ট ইউভান। এই কারণেই মূলত তাঁরা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। খুশির হাওয়া বয়ে চলেছে চক্রবর্তী পরিবারে।

আরও পড়ুন : জেনে নিন আপনার এলাকার আবহাওয়ার খবর, কেমন থাকবে আজকের আবহাওয়া

তাঁর রূপের চমকের কাছে হার মেনে নিচ্ছে অন্তঃসত্তাকালীন নানা রকম অসুবিধা। ইউভান এখনো ছোট। তাকে সামলিয়ে, সংসার দেখাশোনা করে, প্রযোজনার কাজ করে আবার নিজের অভিনয় সামলাতে হয় শুভশ্রী কে। এছাড়াও ফটোশুট তো রয়েছেই। সম্প্রতি নতুন অতিথি আসার দিন গোনা শুরু করেছেন শুভশ্রী। সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এটি একটি বিখ্যাত গল্প নিয়ে তৈরি হয়েছে। ইন্দুবালা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন শুভশ্রী।

শুভশ্রীর পেট দেখে অবাক ইউভান, বেফাঁস বলে ফেলল এই কথা!

এই চরিত্রটিকে প্রাণবন্ত করে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। বর্তমানে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে রয়েছেন তিনি। অন্তঃসত্তাকালীন অবস্থাতেও ক্রমাগত কাজ করার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়েই কাজ করছেন। সংসার আর কাজ সমস্ত সামলিয়ে জীবনে এগিয়ে চলছেন তিনি। গোটা বিষয়টাকে এই সময় ব্যালেন্স করা তুলনামূলক কঠিন। কিন্তু একটি বিখ্যাত সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, ‘আমার কোন অসুবিধা হয় না, কারণ আমার সাথে আমার পরিবারের সকলের নিঃস্বার্থ সমর্থন রয়েছে।’

ভালোবেসে নিজের কাজ করে চলেছেন অভিনেত্রী। এখন থেকেই ইউভান নিজের মায়ের কাজকে সম্মান করে। স্বামী রাজের কাছেও বেশ পরিবার হচ্ছেন তিনি। নতুন প্রেগনেন্সি ও ইউভান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ও এখনো পুরোটা বোঝেনি, ওকে জানিয়েছি ওর একটা ভাই বা বোন আসবে। কিন্তু কোথা থেকে আসবে সেটা বুঝতে পারছে না। মাঝেমধ্যে আমার পেটের দিকে আঙুল করে বলছে মা ওটা তো পুরো বেলুন।’ ইউভানের এই মিষ্টি কথাতেই তাঁর অন্তঃসত্ত্বাকালীন ক্লান্তি মিটে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button