বলিউডের একজন বিখ্যাত কমেডিয়ান হলেন জনি লিভার (JOHNNY LEVER)। তিনি এখনো পর্যন্ত ৩০০ টির বেশি মুভিতে কাজ করেছেন। নব্বই এর দশকে জনি লিভার কে ছাড়া বলিউড ফিল্ম ভাবাই যেত না। যেই মুভিতে তিনি থাকতেন সেটিই হয়ে যেত হিট। বলা যায় পরিচালকদের কাছে জনি লিভার মানেই ছিল ‘গুড লাক’। কিন্তু গত কয়েক বছর ধরেই তাকে খুব একটা বড় পর্দায় দেখা যাচ্ছে না। কিন্তু এর আসল কারণ কি? হঠাৎ কোথায় হারিয়ে গেলেন নব্বইয়ের দশকের বিখ্যাত এই কমেডিয়ান?
জনি লিভার একজন খ্রিষ্টান পরিবারের সন্তান। তার বাবা ছিলেন একজন শ্রমিক। ছোট থেকেই অনাহার আর আর্থিক অনটন দেখেই বড় হয়েছেন জনি। এই কারণে ভালোভাবে পড়াশোনা পর্যন্ত করতে পারেননি। অনেক কষ্টে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন তিনি। জনি লিভারের আসল নাম জনি রাও (Johnny Rao)। মাত্র ১৪ বছর বয়স থেকেই তিনি শুরু করে দেন কাজ। সেই সময় রাস্তার ধারে প্যান্ট বিক্রি করতেন তিনি।
আরও পড়ুন : আজকের রাশিফল, জেনে নিন কেমন কাটবে আপনার দিন
প্রতিদিন এই ভাবেই ২৫ টাকা মতো রোজগার হয়ে যেত তার। হঠাৎই তার মনে নতুন উপায়ে প্যান্ট বিক্রি করার চিন্তা আসে। তাই তিনি তারকাদের গলা অনুকরণ করে প্যান্ট বিক্রি করা শুরু করেন। আর অল্প সময়ের মধ্যেই তার রোজগার প্রায় ১০ গুন হয়ে যায়। এরপর ১৮ বছর বয়সে জনি লিভার (Johnny Lever) একটি কারখানাতে কাজ করতে ঢোকেন। সেখানেও তার অসাধারণ প্রতিভার কারণে অল্প সময়েই সকলের প্রিয় হয়ে ওঠেন। এই কারখানা থেকেই তার নাম। এরপর এই জনি রাও হয়ে যান জনি লিভার।
আরও পড়ুন : জেনে নিন আপনার এলাকার আবহাওয়ার খবর, কেমন থাকবে আজকের আবহাওয়া
তিনি প্রথম দক্ষিনী পরিচালক কে বিজায়নের ‘ইয়ে রিস্তা না টুটে’ মুভিতে কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন। এই মুভি মুক্তি পাওয়ার পরেই বলিউড থেকে ডাক পান। ‘বাজিগর’ মুভিতে কাজ করার মাধ্যমে যে সফলতা পান, তা তার ভবিষ্যৎ বদলে দেয়। কিন্তু হঠাৎই তার জীবনে নেমে আসে বিপর্যয়। তার ছেলে জেসির ক্যান্সার। এরপর নিউ ইয়র্কের একটি হাসপাতালে ছেলের অস্ত্র প্রচার হয়। আর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে জেসি। একটি ভিডিওতে জনি লিভার জানিয়েছিলেন এই আকস্মিক ঘটনাই তার মনে ধর্মের প্রতি বিশ্বাস বাড়িয়ে দেয়।
তার গোটা দিন বাইবেল (Bible) পাঠ করেই চলে যেত। কিন্তু এই ঘটনার পর অনেক চেষ্টা করেছিলেন বলিউডে আবার আগের জায়গা পাওয়ার। কিছুটা সফল হলেও আবার হারিয়ে গেছেন তিনি। কিন্তু জানা যাচ্ছে এর আসল কারণ সহকর্মীদের অসহযোগিতা। বর্তমানে তাকে আর বলিউডে দেখা না গেলেও দেশ ও বিদেশে অনুষ্ঠান করে ভাল মাত্রায় উপার্জন করছেন জনি লিভার।