আশির দশকের একজন বিখ্যাত সংগীত শিল্পী হলেন কুমার শানু (KUMAR SANU)। বলিউড হোক কিংবা টলিউড সবেতেই বিস্তার করেছিলেন নিজের কন্ঠের প্রতিভা। তাঁর কেরিয়ার বেশ চমকপ্রদ। কিন্তু তা সত্ত্বেও চর্চায় উঠেছেন ব্যক্তিগত জীবনের কারণেই। তাঁর (KUMAR SANU) ব্যক্তিগত জীবন বারংবার হয়েছে চর্চার শিকার। কেরিয়ারে একটু নাম করার পরেই নিজের পুরনো সঙ্গীকে ছাড়ার আগে দু-বার ভাবেনি তিনি। ভালো সংগীত শিল্পী হতে পারলেও, ভালো মানুষ কি তিনি হতে পেরেছেন? পরকীয়া সম্পর্কে জড়িয়ে ভেঙেছিলেন ১৩ বছরের সংসার।
আমরা কথা বলছি ১৯৮৮ সালে ঘটে যাওয়া এই ঘটনা সম্পর্কে। কুমার শানু (KUMAR SANU) কেরিয়ার তৈরি করার যাত্রাটি মোটেও সহজ ছিল না। এই সময় তাঁকে ছায়া হয়ে আগলে রেখেছিলেন তাঁর স্ত্রী। ‘হিরো হীরালাল’ ছবিতে গান গেয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। এর মধ্যে দিয়ে বলিউডে ও পা রাখেন। ১৯৯০ সাল থেকে শুরু হয় তার বলিউডে যাত্রা। সেই সময় যেই গান গাইতেন তা হয়ে যেত সুপারহিট। আপনারা কি জানেন ‘আশিকি’ মুভিতে কুমার শানু গান করেছিলেন? এই মুভির পর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি পেয়ে গিয়েছিলেন জনপ্রিয়তা। আর এই জনপ্রিয় তাই হয়ে দাঁড়িয়েছিল তাঁর সংসারের কাল।
আরও পড়ুন : আজকের রাশিফল, জেনে নিন কেমন কাটবে আপনার দিন
মহেশ ভাট পরিচালিত ‘জুর্ম’ মুভিতে একটি গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই গান আজও সকলের মুখে মুখে শোনা যায়। গানটি ছিল ‘যাব কোই বাত বিগার যায়ে’ (JAB KOI BAAT BIGAD JAYE)। এই গানটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। বলিউডের তারকা থেকে শুরু করে ভীষণ কাছের হয়ে গিয়েছিলেন তিনি। এই মুভিতেই কাজ করছিলেন মীনাক্ষী শেষাদ্রি। একসাথে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা (KUMAR SANU AND MEENAKSHI EXTRA MARITAL AFFAIR)। সেই সময় বিবাহিত ছিলেন কুমার শানু। রিতার সাথে ১০ বছরের বিবাহিত জীবন ছিল তাঁর। এই কথা জানতেন মীনাক্ষী।
তা সত্ত্বেও লকচক্ষুর আড়ালে দিব্যি তিন বছর পরকীয়া সম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা (KUMAR SANU AND MEENAKSHI EXTRA MARITAL AFFAIR)। এই সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন তাঁর সেক্রেটারি। সাথে সাথেই জানিয়েছিলেন কুমার শানুর স্ত্রী রিতাকে। আর এতেই শুরু হয় ঝামেলা। পুরো ঘটনার দায় পড়ে মিনাক্ষির (MEENAKSHI) কাঁধে।
আরও পড়ুন : জেনে নিন আপনার এলাকার আবহাওয়ার খবর, কেমন থাকবে আজকের আবহাওয়া
লোক জানাজানির ফলে নংর্থক প্রভাব পড়ে মীনাক্ষীর ক্যারিয়ারে। এরপর আর কোন পরিচালক তার সাথে কাজ করতে চাইছিলেন না। একপ্রকার বাধ্য হয়ে মীনাক্ষী ১৯৯৫ সালে আমেরিকার এক ব্যাংকের কে বিয়ে করেন। জানা যায় বর্তমানে টেক্সাসে রয়েছেন তিনি। অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। এই ঘটনার পরেই ভেঙে গিয়েছিল কুমার শানু ও রিতার বিবাহ সম্পর্ক। তারপর সালোনি কে বিয়ে করেন কুমার শানু।