‘সব চটিচাটার দল’, রাজ-শুভশ্রী-যশ-নুসরত সহ একসঙ্গে পার্টির ছবি পোস্ট করতেই কটাক্ষ নেটিজেনদের





অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার বিশেষ চল রয়েছে। এই ট্রেন্ড বা ধারা আজ থেকে বহু বছর আগেই শুরু হয়েছিল। পূর্বের বহু অভিনেতা,অভিনেত্রী, পরিচালক,প্রযোজককে অভিনয় জগতের পাশাপাশি রাজনীতি সামলাতেও দেখা গেছে। যেহেতু সেলিব্রিটি বা তারকাদের দ্বারা দর্শকদের মন সহজে জয় করা যায় এবং তাদেরকে ভোটে দাঁড় করালে তাদের অনুরাগীদের একটি বৃহৎ অংশের ভোট পাওয়া তুলনামূলক সহজ হয়।




সেই জন্য অভিনয় জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে ভোটে যোগদান করার অনুরোধ আসে।দেবশ্রী রায়, পাপিয়া অধিকারী থেকে শুরু করে হাল আমলের শুভশ্রী, দেব, নুসরত কমবেশি সকলেই যুক্ত কোনও না কোনও রাজনৈতিক দলের সাথে। এবারে রাজনৈতিক দলের সাথে যুক্ত একঝাঁক তারকাদের এক ফ্রেমে দেখে বিস্ফোরক মন্তব্য নেটিজনদের।




বর্তমানে টলিউডের জনপ্রিয় জুটি হল পরিচালক রাজ চক্রবর্তী(Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree Ganguly) জুটি। এই দুই তারকার তত্বাবধানে তাঁদের ‘আরবানা’-র ফ্ল্যাটে বসে জমজমাট আড্ডার আসর। সেখানেই অন্যান্য তারকাদেরও দেখা যায়। সম্প্রতি সেরকমই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। সেই অনুষ্ঠানের বেশ কিছু ফ্রেম বন্দি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। তার মধ্যে একটি ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।




View this post on Instagram




রাজ-শুভশ্রী আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন অরিন্দম শীল(Arindam Shil), বাবুল সুপ্রিয়(Babul Supriyo), সায়ন্তিকা ব্যানার্জি(Sayantika Banerjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অদিতি মুন্সি(Aditi Munsi), সায়নী ঘোষ(Sayani Ghosh), জুন মালিয়া(June Malia), নুসরত জাহান(Nusrat Jahan) এবং তাঁর স্বামী যশ দাশগুপ্ত। তারকার বাইরে এঁদের আরেকটি পরিচয় এঁনারা একই শাসকদলের সাথে যুক্ত। ভিন্ন শুধু যশ দাশগুপ্ত। তাঁর স্ত্রী তৃণমূল দলের সাংসদ হলেও তিনি বিজেপি দলের সাথে যুক্ত।








তবে সমস্ত তারকাদের একসাথে এক ফ্রেমে দেখে নেটিজনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘চটি চাটার দল’ , যশ প্রসঙ্গে কেউ লিখেছেন ‘খেলা হবে টিম উইথ যশ’। কেউ আবার ‘চটি চাটা’ বলেও উল্লেখ করেছেন সবাইকে। এমনকি যশকেও এই তালিকায় ফেলেছেন নেটিজনরা। বর্তমানে ছবিটি ঘিরে সমালোচনার ঝড় স্যোশাল মিডিয়ায়।