Viral Video: ‘পুষ্পা’ ছবির গানে কলপাড়ে উদ্দাম নাচ দম্পতির, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া মানুষের মনোরঞ্জনের অন্যতম এক জায়গা। এখানে কেউ পারফরম্যান্স করে শান্তি পাচ্ছে, কেউ সেই পারফরম্যান্সগুলি দেখে মজা নিচ্ছে। তবে মানুষ ভাইরাল হওয়ার জন্য চূড়ান্ত জায়গাও চলে যেতে পারে এই ভিডিও তার প্রমাণ।মানুষের অনেক কটাক্ষ শুনেও নিজেদের ভাইরাল করার আনন্দে মজে যান তাঁরা।

আরো পড়ুন : Viral Video Today: ষাঁড়টিকে বাইকে করে বাড়িতে নিয়ে যেতে লাগলেন ব্যক্তি, এরপর যা হল ভাবতে পারবেন না

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ‘পুষ্পা’ এখনও দেশের অন্যতম সুপারহিট ছবি হিসেবে গণ্য। করোনা পরবর্তীতে দেশের প্রথম ব্লকবাস্টার ছবি পুষ্পা। এখনও গোটা দেশে পুষ্পার রেশ চলছে। আর এই সিনেমার দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে আগামী বছর , তবে মানুষের মনে এই সিনেমার গান গুলো রাজত্ব করছে আজ ও।

আরো পড়ুন : Kedarnath Temple Proposal Video : কেদারনাথে প্রেমিককে প্রোপোজ, ভিডিও ভাইরাল হতেই নিষিদ্ধ মোবাইল!

তবে হিন্দি ভাষায় এই ছবির গানগুলি বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং তুলনামূলক রোজগারও বেশ করেছিল এই ভাষায় । এই ছবির প্রতিটি গান এখনও মার্কেটের সেনসেশন। তবে এই পুষ্পা ছবির দুটি গান যেগুলো রশ্মিকা মান্দানা অভিনীত সামি সামি থেকে সামান্থা প্রভু অভিনীত ছবির আইটেম গান উউ আন্তভা উ উ আন্তভা গান এখনও মার্কেটে রাজ করে চলেছে।

আরো পড়ুন : Viral Video: ভয়ংকর পাইথনের পিঠে বসে রয়েছে একরত্তি বাচ্চা! তারপর যা হল! দেখে তাজ্জব নেটদুনিয়া

তবে সামি সামি গানে রিলের সংখ্যা বেশি। এই গানে রশ্মিকা কখনও সায়া আবার কখনও জমকালো আগরা চোলি পরে নেচেছেন। আর রশ্মিকার এই সায়া ট্রেন্ডিংকে কাজে লাগিয়ে এক দম্পতি সামি সামি গানের তালে দুরন্ত নাচলেন। এই দম্পতি এবার খোলা আকাশের নিচে এই গানের তালে নাচলেন। তবে তাঁদের পোশাকে ছিল ভিন্নতা, বর পরেছিলেন স্ত্রীর সায়া আর বৌ পরেছিলেন স্বামীর লুঙ্গি। আর দুজনের মাথাতেই গামছা বাঁধা ছিল।

সে যেন এক আজব দৃশ্য। দুজনেই গামলার উপরে দাঁড়িয়ে সামি সামির গানে রশমিকার সিগনেচার স্টাইলে নাচলেন। ভিডিওর ক্যাপশনে আবার লেখা রয়েছে, ‘আর কত কিছু দেখতে জীবনে?’ তাঁদের নাচ দেখে হাসির ধুম সোশ্যাল মিডিয়া জুড়ে, তাদের এই মজার ভিডিও শেয়ার করেছেন অনেকেই। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে।

Leave a Comment