Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ! মানি প্লান্টের চেয়েও দ্বিগুণ কার্যকর, শুধু মানতে হয় এই নিয়ম

সংসারের একটু শান্তির জন্য আমরা কত কিছুই না করি। সুখে শান্তিতে থাকতে আমরা সকলেই চাই।বাস্তু মতে, অ্যালোভেরা গাছ (Aloevera Tree) গৃহস্থের উন্নতির জন্য খুবই উপকারি। সংসারে আর্থিক উন্নতির জন্যও অ্যালোভেরা গাছের জুড়ি মেলা ভার। যার ফলে সংসারে খুব সহজেই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। জীবনে আর্থিক সমৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে।

Aloe Vera, টাকা, Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ! মানি প্লান্টের চেয়েও দ্বিগুণ কার্যকর, শুধু মানতে হয় এই নিয়ম

আসলে আমাদের সবার জীবনেই সুখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গৃহের বাস্তুর দিকে সবসময়ই বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অনেকেই বাড়িতে ইন্ডোর প্ল্যান্ট লাগায়। চারিদিকে সবুজের ছোঁয়া পেলে মনটাও ফুরফুরে হয়ে যায়। অনেকে আবার পুরোনো বাড়িতে বসবাস করেন, তাঁরাও বিভিন্ন ধরনের গাছ লাগান।

Aloe Vera1, টাকা, Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ! মানি প্লান্টের চেয়েও দ্বিগুণ কার্যকর, শুধু মানতে হয় এই নিয়ম

আর্থিক উন্নতির জন্যও অ্যালোভেরা গাছের জুড়ি মেলা ভার। আগেকার দিনে অ্যালোভেরা গাছ বাড়িতে প্রচুর পরিমাণে লাগানো হত। অ্যালোভেরা জেল আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে। তবে বাস্তু মেনে গাছ লাগালে তবেই ভাগ্য ফিরবে।তুলসী, কারি পাতার মতো বাস্তুশাস্ত্রও বলছে, সংসারে নানান সুখসমৃদ্ধি ধরে রাখতে অ্যালোভেরা (Aloevera) গাছ অবশ্যই বাড়িতে লাগান।

Aloe Vera3, টাকা, Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ! মানি প্লান্টের চেয়েও দ্বিগুণ কার্যকর, শুধু মানতে হয় এই নিয়ম

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরা গাছকে সবসময় পশ্চিম দিক বা দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে লাগান। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যাতে এই গাছ কোনও বড় গাছের দ্বারা আড়াল না হয়। যাতে সূর্যের আলো সুন্দরভাবে পড়ে। তবে এই গাছের যত্ন করতে হবে। মেপে জল দিতে হয়। কড়া রোদ যাতে না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে। এই গাছ লাগালে বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক শান্তি বজায় থাকে। বাড়িতে অর্থের আগমন হয়।

Aloe Vera2, টাকা, Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ! মানি প্লান্টের চেয়েও দ্বিগুণ কার্যকর, শুধু মানতে হয় এই নিয়ম

পরিবারের উন্নতি, অর্থ, পদোন্নতি এবং প্রতিপত্তি বৃদ্ধি পায়। তবে অ্যালোভেরা ঘরের উত্তর-পশ্চিম কোণ থেকে দূরে রাখবেন। প্রসঙ্গত, জুস হোক বা পাতা, ভিন্ন প্রকারে খাওয়াও যায় এটি। অ্যালোভেরায় গাছ বাড়ায় ত্বকের জেল্লা। চুলকানি কমাতেও অত্যন্ত কার্যকরী। টানা ১২ সপ্তাহ অ্যালোভেরা জুস খেলে ত্বকের বার্ধক্য ভাব কমে যাবে। অ্যালোভেরা জুস, জেল শরীরের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে।

Leave a Comment