Star Jalsha: দুমাসেই টিআরপি-তে তলানিতে, এই মেগা সিরিয়ালকে নিয়ে বড়সড়ো সিদ্ধান্ত নিল স্টার জলসা

বাংলা টেলিভিশন (Television)জগতে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অন্যরকমের একটা সুনাম আছে। এই চ্যানেলের সমস্ত সিরিয়াল গুলোর মোটামুটি টি আর পি ভালো হয়েই থাকে। সিরিয়াল গুলো কেমন চলছে সেটা টি আর পি এর উপরেই মূলত নির্ভর করে। যে সব সিরিয়াল গুলোর টি আর পি কম থাকে চ্যানেল মূলত সে সমস্ত সিরিয়াল গুলোকে বাতিল করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : ৯০ দশকের সুপারহিট গানে কোমর দুলিয়ে উদ্দাম নাচ বৃদ্ধ দাদুর, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) এক জনপ্রিয় ধারাবাহিক “গাঁটছড়া” সিরিয়াল টির টি আর পি না থাকার দরুন ওই সিরিয়াল টির পরিবর্তে আনা হয়েছিল “তুঁতে” ধারাবাহিক টিকে। সন্ধ্যা সাতটার স্লট পেলেও ঠিক সেইভাবে নাম করতে পারেনি এই “তুঁতে” সিরিয়াল টি। এদিকে জি বাংলার সন্ধ্যে সাতটার স্লট এ রয়েছে “জগদ্ধাত্রী”। “তুঁতে” কিছুতেই “জগদ্ধাত্রী”এর সাথে পেরে উঠছে না ।”জগদ্ধাত্রী” এর যেখানে টি আর পি ৮ সেখানে “তুঁতে” এর টি আর পি ৪। বিস্তর ফারাক রয়েছে ।

Star Jalsha

এত বড় বিস্তর টি আর পি এর ফারাক থাকার জন্যে চ্যানেল কতৃপক্ষ নিতে চলেছে এক বড় সিদ্ধান্ত। সিরিয়াল এর টি আর পি না থাকার দরুন সিরিয়ালের পরিচালক কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কতৃপক্ষ (Star Jalsha)। পরিচালক মনোজিত মজুমদার এর পরিবর্তে আনা হয়েছে পরিচালক সায়ন দাসগুপ্ত কে।

আরও পড়ুন : Jishu Sengupta: ফের ভাঙন টলিউডে! এবার ডিভোর্সের পথে যিশু সেনগুপ্ত?

এই সিরিয়াল টি আক্রপলিস প্রোডাকশন হাউস এর সিরিয়াল। এর আগেও এই প্রোডাকশন হাউস থেকে অনেক সিরিয়ালে এই প্রমোট করা হয়েছে। কিছুদিন আগেই শেষ হয়েছে “সাহেবের চিঠি” যেটা এই প্রোডাকশন হাউস থেকেই প্রমোট করা হত। সেই সিরিয়াল ও টি আর পি না আসার দরুন পরিচালক বিধান পাল কে সরিয়ে আনা হয়েছিল মনোজিত মজুমদার কে।

স্টার জলসার (Star Jalsha) এখন বেশির ভাগ সিরিয়াল গুলোর মেয়াদ হচ্ছে এক বছর। আগে তিন থেকে চার বছর সিরিয়াল গুলো চলত। কিন্তু যেসব সিরিয়াল গুলোর টি আর পি কম সেগুলো কে বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।

Leave a Comment