
ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ নুসরাত যশের বিরূদ্ধে, নীল বাতি গাড়ি চরে ফের শিরোনামে তারা। নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্ত (Yash Dasgupta), টলিপাড়ার এই জনপ্রিয় জুটি গত এক বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।এই জুটি যাই করেন না কেন তাতেই বিতর্ক দানা বাঁধে।এবার নিজের ব্যক্তিগত কাজের জন্য সরকারি গাড়ি ব্যবহার করে নতুন বিতর্কের জন্ম দিলেন নুসরত জাহান (Nusrat Jahan)।
আরও পড়ুন : Jishu Sengupta: ফের ভাঙন টলিউডে! এবার ডিভোর্সের পথে যিশু সেনগুপ্ত?
আপনারা অনেকেই জানেন যে,নুসরত (Nusrat Jahan) শুধুমাত্র টলি ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী নন।তার আরও একটা পরিচয় আছে,আর তা হল, তিনি রাজ্যের শাসক দলের লোকসভা সাংসদ। সাংসদ হলেও রাজনৈতিক দায়িত্বের থেকে তাকে অভিনেত্রীর ভূমিকাতেই বেশি দেখতে পাওয়া যায়।
View this post on Instagram
নিজের ব্যক্তিগত কাজে নীল বাতির গাড়ি ব্যবহার করে এবার বিতর্কে জড়ালেন বসিরহাটের তৃনমূল সাংসদ অভিনেত্রী।যশ-নুসরতের (Nusrat Jahan) প্রযোজনা সংস্থার একটি ছবির শ্যুটিং-এ নুসরতকে দেখা গেল নীল বাতি দেওয়া সরকারি গাড়ি ব্যবহার করতে।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, সাংসদের সরকারি কাজকর্মের জন্য বরাদ্দ গাড়িতে করে শুটিং সেটে আসেন নুসরত যশ।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।একজন বলছেন, নুসরত অভিনয়ের কাজের জন্য সরকারি গাড়ি ব্যবহার করছেন কেন?অন্য একজনের প্রশ্ন, নীল বাতির গাড়ি নিয়ে শুটিং সেটে কেন এসেছেন তিনি? ওখানে তে তাঁর কোনো সরকারি কাজ ছিল না।অভিনেত্রীর সাংসদীয় দায়িত্ব নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
প্রসঙ্গত দিনকয়েক আগেই অন্য এক বিতর্কে জড়িয়েছিলেন নুসরত। রাজ্য জুড়ে যেদিন পঞ্চায়েত ভোট,সেদিন একটি অনলাইন বেটিং অ্যাপের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তারকা সাংসদকে। একজন সাংসদ হয়ে এমন কাজ কিভাবে কেউ করতে পারেন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।