বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হল রাজা (Raja) ও মধুবনী (Madhubani)। এই জুটিকে প্রথম ভালোবাসা ডট কম (bhalobasha dot com) নামক ধারাবাহিকে দেখা যায়। সেখানে তাদের চরিত্রের নাম ছিল যথাক্রমে ওম (om) ও তোড়া (Tora)। প্রেমিক প্রেমিকার চরিত্রে অভিনয় করতে করতে একে অপরকে সত্যি করেই মন দেয়া নেয়া করে ফেলেছিলেন তারা। এরপর মধুবনী (Madhubani) প্রথম নিজের মনের কথা রাজাকে (Raja) জানান। রাজা প্রথমদিকে দোনামোনা করলে মধুবনী রাজার মায়ের কাছে যান। সেখানে গিয়ে এসব কথা বলেন। রাজার মায়ের মধুবনী কে বেশ ভালো লাগে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে দু তরফ থেকেই।
আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ 2017 সালে তারা সাত পাকে বাঁধা পড়েন। বিখ্যাত অভিনেত্রী হলেও তার মধ্যে কোন ঔদ্ধত্য কোনদিন দেখা যায়নি। বরং কাজের পাশাপাশি নিজের সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। পর্দায় তাকে যে চরিত্রেই দেখা যাক না কেন বাস্তবে শাখা, পলা ও সিঁদুর পরিহিতা একজন স্ত্রী হয়ে ধরা দিতেন।
সর্বদা নিজের শালীনতা বজায় রেখে কাজ করেছেন তিনি। এই বিখ্যাত জুটি 2020 সালে স্বামী-স্ত্রী থেকে বাবা-মাও হন অর্থাৎ তাদের জীবনে কোল আলো করে আসে সন্তান। মধুবনী ও রাজা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ায় ছেলের নাম রাখেন কেশব (Keshab)। প্রেগনেন্ট (Pregnant) হওয়ার কিছু মাস পর থেকেই পর্দায় আর মধুবনী কে দেখা যায়নি। যদিও এখন ধীরে ধীরে আবার কাজের জগতে ফিরছেন তিনি।
তবে নিজেদের খ্যাতি কে কাজে লাগিয়ে ইউটিউবে একটি চ্যানেল করেছেন তারা। এখন ছোটো থেকে বড়ো প্রতিটি মানুষের হাতেই আছে কমপক্ষে একটি করে স্মার্টফোন (Smart phone)। আর এই স্মার্টফোনেই লুকিয়ে আছে এখনকার গোটা জগৎ অর্থাৎ সোশ্যাল মিডিয়া (Social media)। বর্তমান সময়ে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই যুগটাকে সোশ্যাল মিডিয়ার যুগ বললেও ভুল কিছু হবে না।
এখন সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। যেমন- সাজ সরঞ্জামের জিনিস, পড়াশোনার সামগ্রী, নিত্যনৈমিত্তিক ব্যবহারের সব জিনিস, খাবার দাবার ইত্যাদি। সোশ্যাল মিডিয়া বলতে মূলত ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক কেই বোঝানো হয়। নিত্যদিন এত পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের অলস সময় কাটান যে কোনো না কোনো ভিডিও, ছবি, খবর প্রতিদিন ভাইরাল হতেই থাকে।
বিশেষ করে তার যদি কোনো অভিনেত্রী বা অভিনেতার সাথে সম্পর্কযুক্ত হয়। তাই মধুবনী ও রাজার ভিডিও ইউটিউবে ভাইরাল (Viral) হতে বেশি সময় নেয় না। সম্প্রতি ছেলে কেশব (Keshab) কে নিয়ে ইকো পার্কে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে সাইকেল (Cycle) চালানোর একটি ভিডিও (Video) ভ্লগ (Vlog) আকারে আপলোড (Upload) করেন ইউটিউবে। ইকো পার্কে যাওয়ার পর বেশ কিছু ভক্তদের সাথেও দেখা হয়েছিল তাদের। এরপর তারা ছেলে কেশব কে নিয়ে সাইকেল চালানো শুরু করেন। মধুবনী ভাবতে পারেননি যে ছেলেকে নিয়ে এইভাবে সাইকেল কোনদিন চালাতে পারবেন। আর কেশবও বেশ খুশী হয়েছিল সেদিন। চুপটি করে বসে বসে আশেপাশের সব কিছু লক্ষ করছিল সে। ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। আপনারা যদি এখন এই ভিডিও টি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন।