আবারও বেফাঁস মন্তব্য করে ফাঁসলেন রানু মণ্ডল, বাংলাদেশি এক ইউটিউবারকে ‘পেত্নী’ বললেন, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি ফেসবুকে (Facebook) একটি ভিডিও (video) ভাইরাল (Viral) হয়, ভিডিওটি ছাড়া হয়েছে তৌহিদা অনয় নামের এক মহিলার ফেসবুক হ্যান্ডেল থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রানু মণ্ডলকে (Ranu Mondal) একের পর এক বেফাঁস মন্তব্য করতে। রানু মণ্ডলকে আমরা কে না চিনি। একটা সময় তিনি রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করতেন। সেই সময় অতীন্দ্র নামের এক বেক্তির নজরে পড়ে তার অসাধারণ গানের গলা, ঠিক তখনই তিনি রানু মন্ডলের একটি গানের ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন, মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়।

সেই ভাইরাল ভিডিওটির দৌলতেই রানু মণ্ডল বলিউডে পা রাখেন। এবং প্রথমেই কাজ করবার সুযোগ পেয়ে যান হিমেশ রেশমিয়ার ( Himesh Reshammiya) মতো বড় মাপের একজন গায়কের সাথে। হিমেশ রেশমিয়ার সুরে রানুর গাওয়া ‛তেরি মেরি’ গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবং আমাদের কারুরই অগচরে থাকে না রানু মণ্ডলের নাম।

কিন্তু ইন্টারনেটের এই সেনসেশন রানু মন্ডলের জন্য সুদূর প্রসারী হয়নি। ভাইরাল হওয়ার পরমুহুর্তেই রানু মণ্ডলের একের পর এক বেফাঁস মন্তব্যের জন্য নেটিজেনদের কুনজরে পড়ে। এরপর নেট পাড়ার লোকজন যারা রানু মণ্ডলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তাঁরাই রানু মণ্ডলের নামে সমালোচনার ঝড় তোলেন। মুহুর্তের মধ্যে রানু মণ্ডলের সেলিব্রেটির আভরণ খসে পড়ে। তাঁকে মুম্বাই থেকে নিজের জায়গায় অর্থাৎ রানাঘাটে ফিরে আসতে হয়। এখন আর তাকে দিয়ে গানের রেকর্ডিং করানো হয় না।

রানু মণ্ডলকে আমরা কবেই ভুলে যেতাম কিন্তু ইউটিউববারদের দৌলতেই তাকে বারবার ইন্টারনেটে ভাইরাল হতে দেখা যায়। এবং সেই সাথে সাথেই ভাইরাল হয় একের পর এক তাঁর বেফাঁস মন্তব্য। তাঁর এই বেফাঁস মন্তব্যের ফায়দা লোটেন ইউটিউবাররা সম্প্রতি ঠিক তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ওপেন ক্যামেরাতে রানু মণ্ডল এক মহিলা ইউটিউবারকে ‘পেত্নী’ বলে সম্বোধন করছেন।

শুধু তাই বলে তিনি থামেননি এরপর ক্যামেরার পিছনে থাকা এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ‘শালা’ বলেন। রেগে গিয়ে বলেন খাবার আনতে পারে না আবার নাকি সোনা। আমার জন্য চটি নিয়ে আসো। এরপরও বলেন যে, আমার জন্য দুটো সোনার দুল বানিয়ে নিয়ে আসো, দেখি তোমার কেমন মুরোদ।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker