Entertainment

মহাদেবের কৃপায় কি তবে ফুলকি আর রোহিতের দূরত্ব মিটবে? প্রকাশ্যে ধামাকা প্রোমো

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ফুলকি। জি বাংলায় এটি সম্প্রচারিত হয়। এটি এমন একটি সিরিয়াল যার জনপ্রিয়তা প্রথম দিন থেকেই। আজও সিরিয়ালটি টিআরপির শীর্ষে অবস্থান করে। মানুষ সিরিয়ালটি খুবই ভালোবাসা দিচ্ছে। শুরুর থেকে এখনো পর্যন্ত জমজমাটির সঙ্গে সম্প্রচারিত হচ্ছে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিক।

ফুলকি আর রোহিতের মাঝে রুদ্র

‘ফুলকি’ সিরিয়ালের প্রধান দুটি চরিত্র হলো ফুলকি আর রোহিত। দুজনের মধ্যে ঝগড়া আর অভিমান সিরিয়ালটাকে আরো জমিয়ে দিয়েছে। দর্শকরা ফুলকি আর রোহিতের রাগ অভিমানে মজেছে। তবে এবার ফুলকি সিরিয়ালে নতুন এক টুইস্ট আসতে চলেছে। প্রকাশ পেয়েছে প্রোমো। যেখানে রুদ্র নামের এক খল নায়কের আবির্ভাব হতে চলেছে ফুলকি ও রোহিতের জীবনে।

বিষ দেওয়া মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ফুলকি

অভিমান সরিয়ে রোহিতের মনে জায়গা করে নিচ্ছে ফুলকি। কিন্তু ঠিক এমন সময় আবির্ভাব ঘটে রুদ্রর। ঠিক মাছ আর ভাতের মাঝে কাঁটা। আর রুদ্রর আবির্ভাব রোহিতের মনে ফুলকির জন্য অবিশ্বাস তৈরি হচ্ছে। এর আগে রুদ্র মন্ত্রী মশাইয়ের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। যে কথা জেনে গিয়েছিল ফুলকি। সেই কথা সবাইকে বলতে গেলে সবাই ফুলকি কেই ভুল বোঝে। আর নিজেকে ঠিক প্রমান করতে নিজেই খেয়ে নেই বিষ দেওয়া ইলিশ মাছ।

রোহিত কবে বুঝবে ফুলকিকে?

এরপর যা ঘটে তাতে অবাক সকলে। ফুলকি বিষ দেওয়া মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এখন ফুলকি অনেকটাই সুস্থ। তবে যাই হোক রোহিত তাঁকে একদমই বুঝতে চাইনা। সে কারণে তারকেশ্বরে যায় ফুলকি। কাঁধে বাক নিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে ফুলকি। বাবার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, ‘ঠাকুর আমি তো কোনো দোষ করিনি, তাও ক্ষ্যাপা স্যার আমাকে কেন বিশ্বাস করেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button