Entertainment

পরাগের মা থেকে বাবুউউর মা! বাংলা সিরিয়ালের জাঁদরেল শ্বাশুড়ি তালিকায় কে কে আছে? দেখে নিন

বাংলা ধারাবিক মানের শ্বাশুড়ি বৌমার চুলোচুলি। দীর্ঘদিন ধরে এমনটাই দেখে আসছেন দর্শকরা। বর্তমানেও যে সব সিরিয়ালগুলি দেখা যাচ্ছে, সেখানেও প্রায় প্রত্যেকটি সিরিয়ালে রয়েছে জাঁদরেল শ্বাশুড়ি। যারা সব সময় বৌমাকে অপমান ও অত্যাচার করে চলেছে পর্দায়। আজ বাংলা সিরিয়ালের এমন কিছু জাঁদরেল শ্বাশুড়ি সম্পর্কে আপনাদের জানাবো। চলুন জেনে নিন কে কে রয়েছে এই তালিকায়।

পরাগের মা থেকে বাবুউউর মা! বাংলা সিরিয়ালের জাঁদরেল শ্বাশুড়ি তালিকায় কে কে আছে? দেখে নিন

পর্ণার শ্বাশুড়ি (Parnar Mother in Law)

এই তালিকার প্রথমে জায়গা করে নিয়েছে পর্ণার শ্বাশুড়ি মাও। পর্ণার শ্বাশুড়ির নাম কৃষ্ণা দত্ত, যিনি উঠতে বসতে বউকে নানা কটূ কথা শোনান। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। যিনি অভিনেতা রুবেলেরই সমবয়সী। তাঁকে পর্দায় দেখা যায়, সব সময় পর্ণাকে টাইট দেওয়ার জন্য কিছু না কিছু প্ল্যান করে চলেছেন।

তিতিরের শ্বাশুড়ি

‘মন দিতে চায়’ (Mon Dite Chai) ধারাবাহিকে তিতিরের শ্বশুড়ির নাম মালিনী দেবী। তিনি তিতিরের সৎ শ্বাশুড়ি। যিনি শুধু টাকা বোঝেন। এ বিষয়ে তিথির আগে থেকেই বুঝতে পেরে যাওয়ায়, মালিনী দেবী তিতির কে পদে পদে বিপদে ফেলার ছক কষে চলেছে। আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী। চ্যাটার্জি।

পরাগের মা থেকে বাবুউউর মা! বাংলা সিরিয়ালের জাঁদরেল শ্বাশুড়ি তালিকায় কে কে আছে? দেখে নিন

শিমুলের শ্বাশুড়ি (Shimul’s Mother in Law)

এরপরই তালিকায় আসে শিমুলের শ্বাশুড়ির নাম। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবিকে শিমুলের শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রীতা চক্রবর্তী। অভিনয়ের কারণে সমালোচনার মুখে ও পড়েছেন তিনি। গা জ্বালানো কথাবার্তা শিমুলের প্রতি অত্যাচার দেখে প্রতিদিনই দর্শক তাঁকে গালাগাল দিচ্ছে।

পরাগের মা থেকে বাবুউউর মা! বাংলা সিরিয়ালের জাঁদরেল শ্বাশুড়ি তালিকায় কে কে আছে? দেখে নিন

মেঘের শ্বাশুড়ি (Megher Mother in Law)

বাংলা ধারাবিক হিংসুটে শ্বাশুড়ির তালিকায় রয়েছে, ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালের মেঘের শ্বাশুড়িও। যে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শাস্বতী গুহা ঠাকুরতা। এই ধারাবিকে দেখা যায়, মেঘের শ্বাশুড়ি একজন ডাক্তার। তবে তার বাস্তবিক বুদ্ধি নেই। নীল পছন্দ করে মেঘকে বিয়ে করায়, প্রথম থেকেই মেঘকে দেখতে পারে না মেঘের শ্বাশুড়ি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button