স্মার্ট ওয়াচ পরে পরীক্ষায়, শুরু থেকেই গাঁজাখুরি! ‘তোমাদের রানী’ প্রোমো দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

বাংলা টেলিভিশনের পর্দায় আসতে চলেছি নতুন এক ধারাবাহিক (New Bengali Mega)। নতুন এই ধারাবাহিকের নাম ‘তোমাদের রানী’ (Tomader Rani)। স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত হবে সিরিয়ালটি। এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। আর এরপরই যত বিপত্তি। সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। কি নিয়ে বিতর্ক? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

প্রোমো ঘিরে বিতর্কের সৃষ্টি

‘তোমাদের রানী’ সিরিয়ালটি একেবারে নতুন ঘরানার বাংলা সিরিয়াল। যার প্রোমো প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন দর্শক। সিরিয়ালের কাহিনী এক বিবাহিত মেয়েকে ঘিরে। যে সদ্য এক সন্তানের মা হয়েছে। তাঁর স্বপ5 ডাক্তার হওয়ার। আর সন্তানকে সঙ্গে নিয়ে ডাক্তারি পড়তে ডাক্তার হওয়ার এই লড়াই দেখা যাবে এই সিরিয়ালে। প্রোমো আসার আগে পর্যন্ত দর্শকরা টেরও পাইনি যে এমন একটি সিরিয়াল আসতে চলেছে।

ভিন্ন ঘোরানোর কাহিনী নিয়ে আসছে ‘তোমাদের রানী’  ধারাবাহিক

‘তোমাদের রানী’ ধারাবাহিকে নায়ক নায়িকা দুজনেই নতুন মুখ। নায়িকার চরিত্রের নাম ‘রানী’। যে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার (Avika Malakar)। আর নায়কের চরিত্রে নাম দুর্জয়। যে চরিত্রে দেখা মিলবে অভিনেতা অর্ক প্রভ (Arka Provo)-র। সিরিয়ালের কনসেপ্ট খুবই ভালো লেগেছে দর্শকদের। কিন্তু প্রোমোতে থাকা দুটি ভুল সিরিয়ালটিকে হাসির খোকার বানাচ্ছে।

স্মার্টওয়াচ পরে পরীক্ষায়, বিতর্কের সূত্রপাত

আসলে প্রোমোর শুরুতে দেখা যায় রানী মেডিক্যাল অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছে স্মার্টওয়াচ পরে। আর ভারতের মেডিক্যাল অ্যাডমিশন মানে নেট পরীক্ষা। আর নেট পরীক্ষায় অনেক নিয়ম কানুন থাকে। যেমন লেটে প্রবেশ করা যাবে না স্মার্টফোন বা ওয়াচ নিয়ে যাওয়া যাবে না। এখানেই বাঁধে বিতর্ক। রানীকে দেখা যায় হাতে স্মার্ট ওয়াচ পরে পরীক্ষায় বসেছে। তাই দর্শকদের অনেকে বলছেন, একটাকে মেডিক্যাল অ্যাডমিশন না বলে সেমিস্টার এক্সাম বললে ভালো হতো। যাইহোক, এই ছোট্ট খাটো ভুল ত্রুটি ঠিক করে যেন সিরিয়ালটি দর্শকমন জয় করে নেয়।

Leave a Comment