কাঁঠাল পাতা দিয়েই করুন কাঁঠাল গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন এই বিশেষ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: কাঁঠাল অনেকেরই একটি অত্যন্ত প্রিয় ফল। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই ফল পাওয়া যায়। কাঁঠালে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ করতে পারে। আমরা সবাই জানি কাঁঠালের বীজ থেকে নতুন চারা গাছ জন্ম নেয়। কিন্তু আমরা আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরব, যেখানে কাঁঠালের বীজ নয়, বরং কাঁঠালের পাতা থেকে কিভাবে একটি নতুন গাছ তৈরি করা যায় সেটাই দেখার। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় পদ্ধতিটা কিরকম।

১. কাঁঠাল পাতা থেকে নতুন চারা গাছ তৈরি করার জন্য প্রথমে একটি কাঠাল পাতা ধুয়ে নিতে হবে। তারপর একটি ছোট মাপের পাত্রে বা টবে বালি ভর্তি করে দিতে হবে।

২. এবার সেই বালের মধ্যে কাঁঠাল পাতার বৃন্দটি ভালোভাবে পুঁতে দিয়ে তাতে জল দিয়ে দিতে হবে। এইভাবে একটানা ৪০ দিন ধরে জল দিতে হবে। তারপর ৪০ দিন পর দেখতে পাবেন পাতাটি থেকে অল্প অল্প করে শিকড় গজিয়েছে।

৩. আপনাকে খেয়াল রাখতে হবে এই পাতাগুলিতে যেন একটুও সূর্যের আলো না লাগে। অর্থাৎ এই পাতাগুলি একদম ছায়া জায়গায় রেখে দিতে হবে। তারপর যখন শিকড় দেখতে পাবেন তখন এই পাতা গুলি তুলে আপনার সুবিধা মতন একটি নির্দিষ্ট জায়গায় ভালোভাবে পুঁতে দিতে হবে।

৪. তারপর যেভাবে কাঁঠাল গাছ পরিচর্যা করা হয়, সেভাবেই কাঁঠাল গাছ পরিচর্যা করুন। তাহলেই দেখবেন আপনার কাঁঠাল গাছ অত্যন্ত সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে।

তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিটি অবলম্বন করে একটি সুন্দর কাঁঠাল গাছ চাষ করতে পারেন নিমেষের মধ্যেই।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker