Viral Video: ভয়ংকর পাইথনের পিঠে বসে রয়েছে একরত্তি বাচ্চা! তারপর যা হল! দেখে তাজ্জব নেটদুনিয়া









নিজস্ব প্রতিবেদন: সাপ সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সাপ দেখে ভয় পান না এমন মানুষের সংখ্যা কম।অজগর সাপের নাম শুনলেই যেন ভয় পায় সকলে। এই অজগর সাপের ও বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । সোশ্যাল মিডিয়ায় আমাদের চারপাশে যা ঘটেছে সমস্ত রকম ঘটনার খবর পাওয়া যায়। এবারে অজগর সাপের একটি ভিডিও ভাইরাল হলো সোশাল মিডিয়ায়।




ভাইরাল হওয়া ভিডিও টি ভীষণ ই অদ্ভুত। সেই ভিডিওটায় দেখা গেছে বিশাল আকৃতির একটি অজগর সাপের পিঠের উপর উঠে খেলা করছে একটি শিশু। এই ভিডিওটি অবাক করেছে প্রত্যেক দর্শককে ।সকলেরই মতে এভাবে ভিডিও করার জন্য একটি বাচ্চাকে কোন অজগর সাপের পিঠে বসিয়ে রাখা একেবারেই উচিত হয়নি। তার মা-বাবাকে দায়িত্ব জ্ঞান হীন মনে করেছেন অনেকে। সকলে অবাক হয়ে গেছে ভিডিওটি দেখে।




View this post on Instagram




অনেকের মতে ভিডিওটি সত্য নয়। হয়তো ভিডিওটি এডিট করে বানানো হয়েছে। আবার কেউ কেউ ভেবেছেন হয়তো সাপটি তাদের পোষা। কারন এরকম সাপ লোকালয় এ আসা কখনোই সম্ভব নয়।।তবে বাচ্চাটিকে সাপ টির পিঠের ওপর রেখে দেওয়া একেবারে উচিত হয়নি ।কারণ এতে বাচ্চাটির প্রাণের ঝুঁকি ছিল। সবমিলিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকে অনেক রকম কমেন্ট করেছেন ভিডিওটি তে।