বলিউডে যৌ’ন দৃশ্যে অভিনয়ের জন্য কোটি টাকার প্রস্তাব! বদলে যা করলেন কোয়েল, লজ্জায় মুখ লোকাতে পারেনি বলিউড





টলি পাড়ায় দর্শকদের মনে তোলপাড় জাগানো সুন্দরী অভিনেত্রী হল কোয়েল মল্লিক (Koyel Mallick)। টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood industry) একের পর এক হিট সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। দর্শকরা যেমন তাঁর বাবা অর্থাৎ রনজিৎ মল্লিকের নাম সবাই মনে রাখবে। ঠিক তেমনই আধুনিক সিনেমা জগতে দর্শকদের অন্যতম পছন্দের অভিনেত্রী কোয়েল মল্লিক। রূপে, গুণে সকল দর্শকের মন কেড়ে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অনুগামীদের সংখ্যা প্রচুর। তাঁর প্রচুর ফ্যান ফলোয়ারস রয়েছে। তাঁকে কেন্দ্র করে অনেকগুলি ফ্যান পেজও রয়েছে।








‘নাটের গুরু’সিনেমায় অভিনয়ের মাধ্যমে কোয়েল মল্লিকের অভিনয় জগতে পদার্পণ। তারপর একে একে বহু বিখ্যাত সিনেমা করেছেন তিনি। দেব, জিৎ সহ জনপ্রিয় সব হিরোদের সাথে কাজ করেছেন তিনি। ২০১৩ সালে তাঁর বিয়ে হয় নিসপাল সিং রানের সাথে। গত বছর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার পুত্রের নাম কবীর।




টলিউড বা বলিউডে বিভিন্ন নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যখন কাটাছেঁড়ার সীমা নেই, তখন কোয়েল মল্লিক হয়তো একমাত্র জনপ্রিয় অভিনেত্রী,যাঁকে নিয়ে কখনই কোন বিতর্ক সৃষ্টি হয়নি কোনওদিন। টলিউড ইন্ডাস্ট্রি শুধু নয়, তাঁর কাছে একবার বলিউডে অভিনয় করার সুযোগ আসে।








কোয়েল মল্লিকের কাছে ‘গ্যাংস্টার: এ লাভ স্টোরি’ (Gangster: A Love Story) সিনেমাটিতে কাজের প্রস্তাব আসে। কিন্তু এই সিনেমাটিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য থাকায়, সিনেমার প্রস্তাবে সারা দেননি কোয়েল। পরবর্তীতে সিনেমাটি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) সিনেমাটি করেন। কঙ্কনা এই সিনেমাটির মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেছিলেন। আসলে কোয়েল মল্লিক এমন কোনও ছবি করেন না, যেখানে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।



