জীবজগতের নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কোনো জীব এর বাইরে নয়। যেমন উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করে, তেমনই বাকি জীবরাও একে অপেরর ওপর নির্ভর করে থাকে। যেমন ব্যাঙ সবুজ শ্যাওলা খায়, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় বেজি। এমনভাবেই খাদ্যশৃঙ্খলে আবদ্ধ সবাই। আবার মাছ যেমন জলের নানা পোকা, শ্যাওলা খায় আবার মানুষ খায় মাছকে। এইভাবেই মানুষ ও অন্যান্য নানা জীব সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ।
তবে অনেক সময় দেখা যায় বাড়ি বানাতে অকারণে গাছ কেটে ফেলে মানুষ আবার ভয় পেয়ে বা নিজের সুবিধার জন্য বহু প্রাণীকে হত্যা করে থাকে। তেমনই একটি প্রাণী হলো সাপ যাকে মানুষ আত্মরক্ষার জন্য বা ভয় পেয়ে আঘাত করে থাকে বা হত্যা করে থাকে। সেই নিয়েও ভিডিও পোস্ট হয়। আবার সাপের সাথে অন্যান্য প্রাণীর মারামারির ভিডিও বা সাপের বিভিন্ন খাদ্য ভক্ষণের ভিডিও ভাইরাল হয় খুব।
সম্প্রতি ভাইরাল হয়েছে সাপের এমন একটি খাদ্য ভক্ষণের ভিডিও, যে ভিডিওটি দেখলে গা শিউরে উঠবে। এমন ভিডিও সত্যিই দেখা যায় না। সাধারণত সাপ ব্যাঙকে খায়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সাপ খাচ্ছে আরেকটি সাপকে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পরল গাছা নামক এক বাজারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কেউটে সাপ অপর একটি সাপকে গিলে খাচ্ছে। কিন্তু যে সাপটিকে খাচ্ছে সেই সাপটি দৈর্ঘ্য বড় হওয়ায় সাপটিকে গিলতে পারছে না আরেকটি সাপ। ফলে সাপটিকে মুখ থেকে বার করে দিচ্ছে। কিন্তু সাপটিকে মুখ থেকে বার করে দিলেও সাপটি মারা যায়। পরবর্তীতে সর্পরক্ষীরা ঘরের ইট পাথর সরিয়ে বার করে আনে সাপটিকে।
এই সাপটিকে শাকমুখী বা সংকীনে সাপ বলা হয়। এই সাপটির গায়ের রং কালো। এতে হলুদের ডোর টানা থাকে। তবে সাপটি বেশ শান্ত প্রকৃতির। কাউকে সহজে কামড়ায় না। এমনকি এই সাপ বাড়িতে থাকলে, অন্যান্য সাপেরা বাড়িতে ঢুকতে পারে না। এই ভিডিওটি ‘Samirak Barki ‘ নামক একটি চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে।