পুলিশের চাকরি ছেড়ে শুরু করেন আলুর চাষ, আজ এই আইডিয়াকে কাজে লাগিয়ে কোটি টাকার মালিক

ছিলেন পুলিশ অফিসার, এখন তিনিই করছেন আলুর চাষ! এটাও কি সম্ভব? এটা শুনে কাল্পনিক কাহিনী মনে হলেও এটা সত্য ঘটনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা গেছে এই কাহিনী। গুজরাটের এক পুলিশ অফিসারের গল্প এটা। তাঁর নাম ‘পার্থীভাই চৌধুরী’ (Parthibhai Chowdhury)। পেশায় একজন প্রাক্তন পুলিশ অফিসার।চাকরি জীবন শেষ হওয়ার পরে শুরু করেন আলু চাষ। বর্তমানে রমরমিয়ে চলছে তাঁর আলুর ব্যবসা।

বর্তমানে বহু বহু শিক্ষিত ছেলে-মেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে অনেকেই নতুন নতুন ব্যবসার কথা ভাবছে। কিন্তু একজন সরকারি পুলিশ অফিসারের এই পদক্ষেপ অবাক করাই বটে। পার্থীভাই চৌধুরী গুজরাটের বনাসকাঁথার বাসিন্দা। তিনি গুজরাট পুলিশের ডিএসপি ( DSP) ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৬২ বছর। অবসর নেওয়ার পর থেকেই তিনি ভাবতে থাকেন নতুন কিছু শুরু করার। এরপর তিনি ৫ একর জমি কিনে সেখানে আলু চাষ করতে শুরু করেন। এইভাবেই শুরু হয়েছিল তাঁর ব্যবসা।

বর্তমানে ৮১ একর জমিতে আলু চাষ করেন এই পার্থীভাই চৌধুরী। এমনকি আলু চাষের মাধ্যমে তাঁর বাৎসরিক আয় হয় ৩ কোটি টাকারও বেশি। এই আলু চাষের মাধ্যমে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। নেদারল্যান্ডসের যে কৃষক সর্বোচ্চ আলু চাষ করার রেকর্ড গড়েছিল, তার রেকর্ডকে ভেঙে পার্থীভাই চৌধুরী বিশ্ব রেকর্ড গড়েছেন। বর্তমানে তাঁর জমিতে কাজের মাধ্যমে ১৬ টি পরিবারের উপার্জন হয়। তিনি এখন আলু ছাড়াও বাজরা ও চীনাবাদামও চাষ করেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker