ছবিতে কটি ইঁদুর রয়েছে? জিনিয়াস হলে ৫ সেকেন্ডে খুঁজে দেখান

নিজস্ব প্রতিবেদন: বিনোদনের একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসেই বিভিন্ন জানা-অজানা তথ্য সম্পর্কে জানতে পারি। বিভিন্ন ভিডিও ফটো মুহূর্তই ভাইরাল হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। আজকাল বিভিন্ন অপটিক্যাল ইলিউশনের ছবিও ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি অপটিক্যাল ইলিউশনএর ছবি ভাইরাল হতে দেখা গেছে।

যে ছবি টি ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে দুজন মহিলা মুখোমুখি বসে চা খাচ্ছে এবং তাদের পরনে রয়েছে শীতের পোশাক। ছবিটিতে যে মহিলাটি বাঁদিকে বসে রয়েছেন তার পায়ের কাছে একটি ইঁদুর দেখা যাচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে ছবিটিতে একটি নয় আরো ইঁদুর লুকিয়ে রয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে সে ইঁদুরগুলো খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে। আর এই চ্যালেঞ্জের জন্যই মানুষ এইসব ছবিগুলোর প্রতি বিশেষভাবে আকর্ষিত হয়ে পড়ে।

কিভাবে এই চ্যালেঞ্জ জেতা যায় তার দিকেই ঝোঁক বাড়তে থাকে। প্রচুর মানুষ ইঁদুর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বলে দুটো ইদুর আছে, আবার কেউ কেউ বলে ছবিটিতে তিনটি ইঁদুর দেখা যাচ্ছে। আসলে এই ছবিটির মধ্যে দুটি ইঁদুর লুকিয়ে রয়েছে। দ্বিতীয় ইঁদুরটি রয়েছে ছবিতে বাঁদিকে থাকা মহিলাটির মাথায়।

দ্বিতীয় ইঁদুরটি ছবিটিতে মহিলাটির চুলে এমন ভাবে গা এলিয়ে রয়েছে প্রথম দেখায় ইঁদুর টিকে জামা কাপড়ের কারুকার্য বলে মনে হবে। দ্বিতীয় ইঁদুরটিকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন ছিল না, কিন্তু ইঁদুরটিকে খোঁজার জন্য ৫ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছিল। কেউ কেউ ঠিক উত্তর দিলেও অনেকেই ভুল উত্তর দিয়েছে। আর এটাই হলো এই ধাঁধার মজা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker