‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার মুন্নির সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা, হট ফটোতে উত্তেজনা ছড়িয়েছে মিডিয়া জগতে

বছর কয়েক আগে সালমান খানের একটি সিনেমা হয়েছিল,নাম ‘বজরঙ্গি ভাইজান’।বলিউডের এই জনপ্রিয় সিনেমা-র ছোট্ট মুন্নির কথা নিশ্চয়ই সবার মনে আছে। সালমান খানের সাথে অভিনয় করে গোটা ইন্ডাস্ট্রিতে সাড়া তুলেছিল ৬ বছরের মুন্নি।অবশ্য তারপর থেকে ধারাবাহিকভাবে সিনেমা জগতে তাকে আর দেখা যায়নি। সম্প্রতি তার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে তার রূপ দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনদের একাংশ।

View this post on Instagram

A post shared by Harshaali Malhotra (@harshaalimalhotra_03)

View this post on Instagram

A post shared by Harshaali Malhotra (@harshaalimalhotra_03)

সালমান খানের সাথে অভিনয় করে খুব কম বয়সেই ভাইরাল হয়েছিল মুন্নি, ঠিক একই রকম সম্প্রতি তার পোস্ট করা কয়েকটা ছবি মিডিয়ার নজরে আসতেই ফের তাকে নিয়ে আবারও তরজা শুরু করেছে নেটিজেনরা।ছোট্ট সেই মুন্নি নিজের সৌন্দর্যের জন্য বর্তমানে মিডিয়ার লাইমলাইটে রয়েছেন। নিজের রূপ দিয়ে তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেদিনের সেই ছোট্ট মেয়েটি।

View this post on Instagram

A post shared by Harshaali Malhotra (@harshaalimalhotra_03)

বজরঙ্গি ভাইজান ছবিতে কাজ করা সুন্দরী মেয়ে মুন্নি বর্তমানে অনেকটা বড় হয়েছে। পাশাপাশি সে অনেক সুন্দরীও হয়েছে।আপনাদের জেনে রাখা ভালো,সেই ছোট্ট মেয়ে মুন্নির আসল নাম হর্ষালি মালহোত্রা।বর্তমানে হর্ষালি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বাইরে রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন,বলিউডের নামজাদা অভিনেত্রীদের থেকেও সৌন্দর্যে হর্ষালি মালহোত্রা অনেক বেশি এগিয়ে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker