বাবার পর এবার মেয়ে, সিনেমার জগতে পা রাখছে অল্লু অর্জুনের কন্যা আরহা

একের পর এক হিট ছবি দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে দক্ষিণী সিনেমাগুলি। তবে শুধু দেশে নয়, বিদেশেও ভালো কালেকশন করছে দক্ষিণী ছবিগুলি। দক্ষিণী সিনেমা ‘RRR’-এর ‘নাটু নাটু’ গানটি অস্কার পেয়েছে। তবে এখানেই শেষ নয়, এইবছর ফের বক্স অফিস কাঁপাতে আসছে আরও একাধিক দক্ষিণী ছবি।

যার মধ্যে নজরকাড়ার মতোন হল পুষ্পা ২। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পুষ্পাঃ দ্য রাইজ’। এই ছবিতে অভিনয় করেছিলেন সুপারস্টার আল্লু অর্জুন।এ বছর তিনিই অভিনয় করতে চলেছেন৷

View this post on Instagram

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আশা করা হচ্ছে বক্স অফিসে সাফল্য এনে দিতে পারবে ‘পুষ্পা ২’। সম্প্রতি ‘পুস্প ২’-এর টিজার প্রকাশ্যে এসেছে। এছাড়া সামনে এসেছে ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনের লুক।

View this post on Instagram

A post shared by Allu Arjun (@alluarjunonline)

তবে এবার শুধু আল্লু অর্জুন নয় তার ছোট মেয়ে আরহাকেও দেখা যাবে। ছোট বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছে আল্লু অর্জুনের ছোট মেয়ে। ছবিটির ‘শকুন্তলম’। তা ছাড়া দেখা যাবে অভিনেত্রী সামান্থাকে।রয়েছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তও।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker