Entertainment

Bigg Boss OTT: পূজা ভাট কে বাথরুম পরিষ্কার করার কথা বললেন অভিষেক! এই উত্তর দিলেন পূজা!

বিখ্যাত অভিনেত্রী পূজা ভাট এখন রয়েছেন বিগ বসের হাউসে। তাঁকে বাথরুম পরিষ্কার করার কথা বলা হয়েছে। তিনি কি করবেন?

শুরু হয়েছে টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো (Reality show) বিগ বস (Bigg Boss)। কিন্তু বর্তমানে এটি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে টেলিকাস্ট (Telecast) হওয়ায় এর নতুন নাম ‘বিগ বস ওটিটি 2″ (Bigg Boss OTT)। মূলত টিভিতে এর পপুলারিটি দেখার পরেই, ওটিটি ভার্সন লঞ্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই রিয়ালিটি গেম শোতে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী পূজা ভাট (Pooja Bhatt)। তিনি বিখ্যাত পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) বড় কন্যা ও বর্তমান সময়ের বিখ্যাত অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) দিদি। এই শো এর অপর একজন পার্টিসিপেন্ট হলেন বিখ্যাত ইউটিউবার অভিষেক মালহান (Abhishek Malhan)। প্রথম থেকেই দর্শকরা অভিষেক -কে বেশ পছন্দ করছেন।

Bigg Boss Ott: পূজা ভাট কে বাথরুম পরিষ্কার করার কথা বললেন অভিষেক! এই উত্তর দিলেন পূজা!

প্রথমদিকে পূজা (Pooja) আর অভিষেকের (Abhishek) মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না থাকলেও, বর্তমানে তাঁদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। তবে এমন না যে তাঁদের মধ্যে বাক্-বিতণ্ডা হয় না। কিন্তু আগের মত আর একে অপরকে ভুল বোঝেন না তাঁরা। এই জুটি বর্তমানে দর্শকরা বেশ পছন্দ করছেন। পূজাকে বিগ বস (Bigg Boss) এর ঘর পরিষ্কার করতে দেখা গেছে। এই কাজে তাঁকে বাহবা দিয়েছেন অভিষেক (Abhishek)।

Bigg Boss Ott: পূজা ভাট কে বাথরুম পরিষ্কার করার কথা বললেন অভিষেক! এই উত্তর দিলেন পূজা!

“বিগ বস ওটিটি 2” (Bigg Boss OTT 2) এর ঘরে অভিষেক আর পূজা ভাটের মাঝে কথোপকথন (Conversation) হচ্ছিল। সেই সময় দেখা যায় অভিষেক মজা করে পূজা ভাট কে জিজ্ঞাসা করেন, তিনি কি বাথরুম (Bathroom) পরিষ্কার করার ডিউটি করতে পারবেন? যদি কখনো পূজা ক্যাপ্টেন (Captain) হন, তাহলে কে সেই ডিউটি করবেন? কারণ এটা এমন একটা কাজ যেটা না করার জন্য পার্টিসিপেন্টরা ঝগড়া করেন।

Bigg Boss Ott: পূজা ভাট কে বাথরুম পরিষ্কার করার কথা বললেন অভিষেক! এই উত্তর দিলেন পূজা!

এর উত্তরে খুব সুন্দরভাবে জবাব দিতে দেখা গেছে পূজাতে। তিনি জানিয়েছেন, “বাথরুম পরিষ্কার করার কথা আসলে অনেকেই করতে চান না। তাঁরা এই কাজকে নোংরা মনে করেন। কিন্তু আমি এই বাড়িকে নিজের মনে করছি। তাই এই কাজ করতে আমার কোন দ্বিধা নেই।” এর পাশাপাশি তিনি যুক্ত করেন, প্রতিটি পার্টিসিপেন্টকেই এই বাড়ি পরিষ্কার রাখার কথা ভাবা উচিত। পূজার এই উত্তর অভিষেকের খুব ভালো লাগে। তিনি বলেন, আমাদের বাথরুম বাড়ির সব থেকে পরিষ্কার অংশ হওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button