বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। পেট্রোল ( Petrol) -ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস সমস্ত কিছুর দাম ঊর্ধ্বমুখী। এর ফলে সাধারণ মানুষদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । রান্নার গ্যাস প্রত্যেকেরই দরকার পড়ে। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকেরই রান্নার গ্যাসের প্রয়োজন । কিন্তু রান্নার গ্যাসের অধিক হারে মূল্য বৃদ্ধির জন্য খুবই সমস্যায় পড়তে হয়েছে প্রত্যেককে ।তবে এবারের সাধারণ মানুষদের জন্য এলো একটি সুখবর।
এর আগে রান্নার গ্যাসে ভর্তুকির ব্যবস্থা করা হয়েছিল ।কিন্তু করোনাকালীন ( Covid) পরিস্থিতির জন্য ভর্তুকির ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু অপরদিকে রান্নার গ্যাসেরও মুল্য বৃদ্ধি হয়েছে। ফলে মধ্যবিত্তের অবস্থা নাজেহাল হয়েছে।
পূজার মধ্যে এই ভর্তুকি পাওয়া যেতে পারে। ঝাড়খন্ড ( Jharkhand) মধ্যপ্রদেশ ( Madhya pradesh) এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ইতিমধ্যে ভর্তুকি দেওয়া শুরু হয়ে গেছে। বাকি রাজ্যগুলিতে খুব শীঘ্রই ভর্তুকি দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে । তারা অনেকটাই আশ্বস্ত হয়েছে।
জানা গেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই দেশের মানুষেরা এই সুযোগ পাবেন । হয়তো আগামী মাস থেকে আপনি পেয়ে যেতে পারেন আপনার ভর্তুকি। সরকারের পক্ষ থেকে এই ভর্তুকি বাবদ পেট্রোলিয়াম কোম্পানি ( Petroleum Company) ডিলারদের সিলিন্ডার ( Cylinder) পিছু 303 টাকা করে ভর্তুকি দেয়া হবে বলে জানা গেছে। এই ভর্তুকির ব্যবস্থা শুরু হলে এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকরা মাত্র 587 টাকায় সিলিন্ডার কিনতে পারবেন বলেও জানা গেছে।