সুপারস্টার দেব ওরফে সাংসদ বাঙালী দের মনে এক অন্য জায়গায় রয়েছেন। তাঁর প্রত্যেকটা ছবিই সুপারহিট। তাঁর আসন্ন ছবি ‘কাছের মানুষ’। যেখানে দেব এর পাশাপাশি ইশা সাহা কেউ অভিনয় করতে দেখা গিয়েছে। দুজনেই খুব ভালো অভিনেতা। দুজনেই একের পর এক ছবি দিয়েই চলেছেন দর্শকদের। কিছুদিন আগেই মুক্তি পেল ইশা সাহার “কলকাতা চলন্তিকা”। তারপর আবার “কাছের মানুষ”। ইশা সাহার এই প্রথম দেবের জুটি বাঁধা নয় এর আগে গোলন্দাজ এ তিনি দেবের সাথে জুটি বেঁধেছিলেন। পুজোয় তাঁর আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে ” কর্নসুবর্ণের গুপ্তধন” ।
দেব ও ইশা সাহা অভিনীত আসন্ন ছবি ‘কাছের মানুষ’। ট্রেইলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। সাথে দুটো গান ও মুক্তি পেয়েছে। তার মধ্যে একটি অন্যতম হল ‘চুম্বক মন’ । এই গানটি গতকালই মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন বিখ্যাত গায়িকা উষা জি। এই গানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে।
গানটি যেহেতু উষা জি গেয়েছেন তাতে নাচ কিংবা আনন্দ না থাকলে হয় বলুন। ভিডিও টি তে দেখা যাচ্ছে উষা জি গানটি গাইছেন আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে গাইছেন ইশা ও দেব। ভিডিও টি তে উষা জি র সাথে নাচতে দেখা গিয়েছে দেব কে।
ভিডিও টি তে সবাই কে খুব আনন্দ করতে দেখা গিয়েছে। ছবির গায়ক ও নায়ক নায়িকা একসাথে নাচ্ছেন যেখানে। ভিডিও টিও চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এই ছবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেউ দেখা যাবে। ছবির ট্রেইলার এ এমনটাই দেখা গিয়েছে। আগামী 30 শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি। যেহেতু এখানে দেব, প্রসেনজিৎ, ইশা সবাই রয়েছে তো আশা করা যায় ছবিটি হিট হবে। ট্রেইলার এর রেসপন্স ও অনেক ভালো ইউ টিইউব এ। অনেক দর্শক মুখিয়ে বসে আছেন ছবিটির উদ্যেশে। ছবিটি পুজোয় মুক্তি পেতে চলেছে।