আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর কারণে রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টিপাত। পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই রাজ্যের অনেক জেলায় বৃষ্টিপাত হবে আজ। আপনার এলাকায় আজকের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে প্রতিবেদন থেকে জেনে নিন।
প্রবল অবস্থায় মৌসুমী বায়ু
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। অনেক জেলায় ঝড়- বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। জানা যাচ্ছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জেরেই এই বৃষ্টিপাত। আগামী তিনদিন উত্তর ও দক্ষিণ বঙ্গের অনেক জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
আজ কলকাতা ও আসে পাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বইবে প্রবল হওয়া। আগামী ৩ দিনে রাজ্যের আবহাওয়া এমনই থাকবে। আগামী শুক্রবারের পর বৃষ্টির পরিমান আরো বাড়বে বলে জানা যাচ্ছে। মৌসুমী অক্ষরেখার কারণে বাংলাদেশের উপর তৈরি হওয়া জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। উপকূলবর্তী জেলা গুলিতে প্রবল জোরে হওয়া বইবে। বাতাসের গতিবেগ থাকবে ৪০ থেকে ৪৫ কিমি প্রতি ঘন্টা। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা
আগামী কয়েকদিন দক্ষিণ বঙ্গের (South Bengal) তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি মতো কমতে পারে। আজ সারাদিন দক্ষিণ বঙ্গের বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , নদীয়া , মুর্শিদাবাদ , হাওড়া , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। তবে তাপমাত্রার কোনো হেরফের হবে না।