News

Kolkata Rain Update : বদলে যাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, আজই বৃষ্টির পূর্বাভাস

অসহ্য গরম সহ্য করছে পশ্চিমবঙ্গ।দুই মাসে তীব্র দাবদাহ দেখেছে গোটা রাজ্য। জুলাই মাসের শুরু থেকে কিছুটা বদলেছে আবহাওয়া। কিন্তু তাতে বিশেষ কিছু ফল হয়নি।

তবে বর্তমানে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় আচমকা পরিবর্তন হতে পারে তাপমাত্রার। ঘূর্ণিঝড়ের (Cyclone) ফের অশনি সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর থেকে। সূত্রের খবর, ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। অনুমান করা হচ্ছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে।

Kolkata Rain Update : বদলে যাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, আজই বৃষ্টির পূর্বাভাস

যদিও আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে এখনও কিছু জানায়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, এর প্রভাবে দ্রুত পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ (South Bengal) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামী ১০ জুলাই পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের।

Kolkata Rain Update : বদলে যাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, আজই বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button