বিপাকে দক্ষিণবঙ্গ, এক ঝটকায় বাড়বে তাপমাত্রা, কেমন থাকছে আজকের আবহাওয়া জেনে নিন!

পশ্চিমবঙ্গে গত দু সপ্তাহ ধরে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি দেখা গেছে। কম বেশি একাধিক জায়গায় এই বৃষ্টি হয়েছে। তবে এবার বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং বাড়তে থাকবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরের দিকে বৃষ্টির সম্ভবনা আছে তবে দক্ষিণে বাড়বে অস্বস্তিকর গরম। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা , মালদা এই জায়গা গুলিতে বৃষ্টি হলেও পাশাপাশি রোদের ভাব ও দেখা যাবে। দক্ষিণ বঙ্গের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

আগামী দুই দিন উত্তর বঙ্গে ফের কমলা সতর্ক। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে উত্তর বঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রায় ৭০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছে।

দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই জায়গা গুলিতেও ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি সম্ভবনা আছে ২৪ ঘন্টায় বলে এমটাও জানিয়েছেন।

এই ভারী বৃষ্টিপাতের পরে দক্ষিণ বঙ্গের বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর অন্যদিকে পাহাড়ে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এর জায়গায় ল্যান্ড স্লাইড এর আশংকা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। এর জন্য সকলকে সতর্কবার্তা পাঠিয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে।

Leave a Comment