টলি পরার একজন বিখ্যাত অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও ভিডিওর কারণে ভাইরাল হল তিনি। কিছুদিন আগেই তাকে নিজের জন্য পাত্রের খোঁজ করতে দেখা গেছিল। এই নিয়ে হাজারো কটাক্ষের সম্মুখীন হতে হয় তাকে। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যেই ছবির প্রাইভেসি সেটিংস বদলে দিতে হয় তাকে। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তার আপকামিং হিন্দি ফিল্ম কোয়ালার কাজে।
১ লা ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে কোয়ালা। এই ফিল্মে ডেবিউ করছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। এই ফিল্মটির প্রমোশনাল ইভেন্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার একটি পোশাককে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। অভিনেত্রীকে দেখা গিয়েছিল একটি সাদা রঙের ট্রান্সপারেন্ট অর্গানজা শাড়িতে।
এই শাড়ির পাড়ে ছিল এমব্রয়ডারি। আর শাড়িতে ছিল ফ্লোরাল পেইন্ট। এর সাথে তিনি মানানসই পিঙ্ক রঙের ডিপনেক কর সেট পরেছিলেন। এই করসেটটি অতিরিক্ত ডিপ হওয়ার কারণে তার ক্লিভেজ দেখা যাচ্ছিল। হালকা মেকাপের পাশাপাশি ঠোঁটে ছিল গোলাপী লিপ গ্লস। তার এই ভিডিওটি ভাইরাল হতেই কুমন্তব্যে ভরে গেছে তার সোশ্যাল মিডিয়া একাউন্ট। বহুবার স্বস্তিকাকে বডি শেভিং এর শিকার হতে হয়েছে। এবারও তাকে বডি শেমিং এর শিকার হতে হচ্ছে।