শীতকালে লেবু গাছের গোড়ায় দিয়ে দিন এই জিনিসটি, ফলন হবে বাম্পার, শিখে নিন পদ্ধতি

ফল বা সবজির গাছ লাগাতে ভালবাসেন অনেকেই। ফলের মধ্যে একটি উপকারী ফল হল লেবু (Lemon)। লেবু খেতে যেমন ভালো, তেমনই লেবু ভিটামিন সি আছে লেবুতে। ফলে লেবু ইমিউনিটি বাড়াতে এবং রুচি ফেরাতে সাহায্য করে। তাই লেবু গাছ (Lemon Tree) খুব উপকারী গাছ। অনেকেই বাড়িতে লেবু গাছ লাগান। তবে বেশিরভাগ সময়ে লেবুর গাছে ফলন ভালো হয় না। এর কারণ হল পরিচর্যার অভাব। তাই আপনাদের জানাতে এসেছি কিভাবে নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা করবেন, যাতে গাছে ফলন ভালো হয়।

পাথমে লেবু গাছে যেসব লেবু রয়েছে, সেগুলো গাছ থেকে তুলে ফেলতে হবে। এছাড়াও গাছের পচা পাতা, শুকনো ডাল সব কেটে ফেলে দিতে হবে। যাতে পরবর্তীতে ভালো ডাল ও পাতা গজায়।এরপর লেবু গাছটিতে জল স্প্রে করে গাছটি ধুয়ে নিতে হবে।

এবারে টবের মাটি ভালো ভাবে রোদে শুকোতে নিতে হবে। এবারে টবের মাটি শুকিয়ে গেলে সেটি অবস্থায় ভালোভাবে খুঁড়ে নিতে হবে। এবারে এর মধ্যে এক মুঠো হাড় গুঁড়ো বা সিং কুচি দিয়ে দিতে হবে। এর মধ্যে থাকা ক্যালসিয়াম গাছের বৃদ্ধির সহায়ক হবে। এবারে এর মধ্যে লাল পটাশ দিয়ে দিতে হবে।

যদি দেখেন যে, লেবু গাছে অতিরিক্ত ফাঙ্গাস হয়েছে বা পাতায় পোকা লেগেছে। তাহলে ফুল আসার আগে এবং পরে যে সাফ ফাঙ্গিসাইড, কাকা কীটনাশক দিয়ে দিন। এছাড়াও গাছের পাতায় মিরাকুলান স্প্রে করতে পারেন। তবে নভেম্বর ডিসেম্বর মাসে নাইট্রোজেন যুক্ত সার বা জৈব সার লেবু গাছে দেওয়ার দরকার নেই। একইসাথে লেবু গাছের গোড়ায় যাতে জল না জমে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। রোদের আলো পেতে দেবেন লেবু গাছকে। এইসব উপায় মেনে চললে দেখবেন অল্প দিনের মধ্যে লেবু গাছ ভর্তি লেবু আসবে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker