বর্তমানে হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিগুলোরও রমরমা বাজার চলছে । হিন্দি ছবির তুলনায় দক্ষিনি ছবির বাজার বেশি ভালো । এছাড়াও এই সাউথের ছবিগুলির অভিনেতা অভিনেত্রীরা ভীষন জনপ্রিয়তা অর্জন করেছেন।দক্ষিনী ছবির একজন কমেডিয়ান হলেন ব্রহ্মনন্দম। প্রচুর ছবিতে তিনি অভিনয় করেছেন । তিনি কত কোটি টাকার মালিক সেই তথ্য এবারে উঠে এলো।
প্রসঙ্গত উল্লেখযোগ্য একজন তেলেগু পরিচালক মোদ্দাবাই নামক একটি ছবি করার সুযোগ দেন তাকে। সেখান থেকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান পরিচালকেরা ।তারপরে একের পর এক ছবি করেন তিনি ।এক হাজারেরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন ।যার ফলে গিনেস বুক অব রেকর্ডে তার নাম পর্যন্ত উঠেছিল।
প্রথমে তিনি পেশায় একজন বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ।তার পরে তিনি এই পেশায় যুক্ত হন । জানা গেছে এক একটি ছবির জন্য তিনি দুই থেকে তিন কোটি টাকা করে পারিশ্রমিক নেন।
জানা যায় বর্তমানে তিনি প্রায় 367 কোটি টাকার মালিক। বর্তমানে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে তিনি সুখে সংসার করছেন ।এ ছাড়াও একাধিক বাংলো ও একাধিক গাড়ির মালিক তিনি।