বর্তমানে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা টলিউড ছেড়ে বলিউডে পা দিচ্ছেন। অনেকেই রয়েছেন যারা টলিউডে কাজ করার পাশাপাশি বলিউডেও কাজ করছেন। যীশু সেনগুপ্ত টোটা রায়চৌধুরী ,স্বস্তিকা মুখার্জি প্রমুখ বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এই দলে ।এছাড়াও কৌশিক গাঙ্গুলির স্ত্রী চুর্ণী গঙ্গুলিও এবার বলিউডে পা রাখতে চলেছেন।
এই তালিকার একেবারে প্রথমে রয়েছেন যীশু সেনগুপ্ত। ইতিমধ্যেই অনেকগুলি বলিউড সিনেমায় তিনি কাজ করেছেন । পিকু মার্দানি ,শকুন্তলা দেবী সড়ক 2 , অন্তিম সহ একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন এই অভিনেতা।
টলিউডে জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী এবার বলিউডে পা রেখেছেন । রকি অউর রানী কি প্রেম কাহানি’ নামক সিনেমায় তিনি অভিনয় করতে চলেছেন ।এই সিনেমাতে রয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।
স্বস্তিকা মুখার্জি বেশ কিছু বছর ধরেই বলিউডে কাজ করছেন ।কিছু ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন এবং প্রশংসা অর্জন করেছেন ।সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা তেও অভিনয় করেছিলেন তিনি।
টলিউডের জনপ্রিয় অভিনেতা দের মধ্যে একজন হলেন শাশ্বত মুখার্জি। তিনি বলিউডে বেশ কিছু কাজ করেছেন। কাহানি’ ছবিতে তিনি ছিলেন। এছাড়া দিল বেচারা ছবিতেও তিনি অভিনয় করেছিলেন।
টলিউডের এই প্রজন্মের একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনেক বছর ধরে তিনি বলিউডে কাজ করছেন। শোনা যায় করণ জোহর তাকে ফিল্মের অফার দিয়েছিলেন কিন্তু সেই স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় তিনি অফারটি ফিরিয়ে দিয়েছিলেন ।এছাড়া কাহানি, বুলবুল, ট্রাফিক ইত্যাদি বিভিন্ন সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।