Nirmala Sitharaman: চেন্নাইয়ে পথের ধারের বাজার থেকে দর করে সব্জি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন





বর্তমানে ভারতের অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এতোদিন তাঁকে দেখা গেছে বাজেট পেশ করতে, বিধানসভাতে বা বিভিন্ন কেন্দ্রীয় মিটিংয়ে। কিন্তু এবারে অর্থমন্ত্রী ধরা দিলেন ভিন্ন রূপে। তাঁকে দেখা গেল চেন্নাইয়ের বাজারে সব্জি কিনতে। গত শনিবার চেন্নাইয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সন্ধ্যায় ফিরছিলেন একটি অনুষ্ঠান থেকে। মাইলাপুরে পথের ধারে একটি বাজার দেখে গাড়ি থামিয়ে সেখান থেকে সব্জি কেনেন তিনি। সব্জির গুণমান যাচাই করেও নেন নিজের হাতে।








অর্থমন্ত্রী চেন্নাইয়ের (Chennai) আমবাত্তুরের কল্লিকুপ্পামে একটি অনুষ্ঠানে গেছিলেন। অনুষ্ঠানটি ছিল বিশেষ ভাবে সক্ষম এমন শিশুদের জন্য তৈরি একটি স্কুলের ট্রেনিং সেন্টার উদ্বোধনের। স্কুলটিতে অটিজম, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের পাঠদান কথা হয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেয়। উদ্বোধনী অনুষ্ঠান সেরে অর্থমন্ত্রী বাজার থেকে সবজি কেনেন। তাঁকে দেখে এলাকাবাসী এগিয়ে এসে কথা বলেন। উভয় পক্ষের মধ্যে চলে শুভেচ্ছা বিনিময়।




During her day-long visit to Chennai, Smt @nsitharaman made a halt at Mylapore market where she interacted with the vendors & local residents and also purchased vegetables. pic.twitter.com/emJlu81BRh
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 8, 2022




অর্থমন্ত্রীর বাজার করার এই ভিডিওটি শেয়ার করা হয়েছে অর্থমন্ত্রীর দফতর থেকে। শেয়ার কথা ভিডিওতে দেখা গেছে, অর্থমন্ত্রী সবজি দোকানির কাছ থেকে সব্জির দর জানতে চাইছেন। এমনকি নিজের হাতে সব্জি ওজন করে বেছেও নিচ্ছেন। এমনকি উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার দৃশ্যও দেখা যাচ্ছে ভিডিওটিতে।



