ভক্তদের সঙ্গে দেখা করার জন্য নিজে পাঁচতারা হোটেল বুক করলেন শাহরুখ, বাদশার ব্যবহারে আপ্লুত ভক্তরা, রইল ছবি

শাহরুখ খান (Shahrukh khan), নামই যার পরিচয়। একটার পর একটা হিট ছবি দ্বারা দর্শকদের মনে চিরস্থায়ী আসন অধীকৃত করে রয়েছেন। কোনো রকম গড ফাদারের সাহায্য ছাড়াও যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা যায়, তার প্রকৃত উদাহরণ শাহরুখ খান স্বয়ং। জীবনে যথেষ্ট লড়াই করেছেন তিনি। তবুও স্বপ্ন তাকে তাড়া করে নিয়ে বেড়িয়েছে। স্বপ্নের বাস্তবায়নে কোনো বাঁধাকে বাঁধা মনে করেননি তিনি। তাই তো আজ তিনি বলিউডের কিং খান (King Khan) ।

কিং খানের ফ্যান ফলোয়ার্স (Fan followers) যে লক্ষাধিক, সেই কথা বলার আর অপেক্ষা রাখে না। তাঁর সাথে একবার দেখা করার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করে থাকে। কিন্তু এবারে শাহরুখ খান নিজেই ভক্তদের জন্য বুক করলেন ফাইভস্টার হোটেলে রুম। এগুলো শুনে সিনেমার প্লট মনে হলেও, ঘটনাটি বাস্তবে ঘটেছে। কয়েকদিন আগে শাহরুখ খান চেন্নাইতে (Chennai) গেছিলেন। জওয়ান ছবিল শুটিংয়ের জন্যই তাঁর চেন্নাই যাওয়া। সেখানে শুটিংয়ের ফাঁকে তিনি দেখা করলেন অনুরাগীদের সাথে। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ছবিগুলো শাহরুখ খানের চেন্নাই ফ্যান ক্লাব SRKChennaiFC থেকে শেয়ার করা হয়েছে। ছবিগুলো দেখে ভক্ত হৃদয় তোলপাড়।

SRKChennaiFC – এই ফ্যান ক্লাবের অ্যাকাউন্টটি পরিচালনার মূল দায়িত্বে আছেন শাহরুখ খানের একনিষ্ঠ ভক্ত সুধীর কোঠারি। তিনি এই প্রসঙ্গে বলেন, “আমি পূজা দাদলানি ম্যাম আর করুণা ম্যামের সঙ্গে দেখা করি, যারা শাহরুখকে ম্যানেজ করে। ওরা স্যারকে সবটা বলে আর স্যার জানান তিনি শ্যুট শেষ হলে আমাদের সবার সঙ্গে দেখা করবেন।” এরপর তিনি একটা ফোন পান। বলা হয় যে কিং খান তাঁদের সঙ্গে দেখা করবেন ৮ অক্টোবর,জওয়ান-এর চেন্নাই শিডিউলের শেষ দিন। শাহরুখের টিমের পক্ষ থেকে সুধিরকে জানানো হয়েছিল এই মিট অ্যান্ড গ্রিটের জন্য তাঁদের ফ্যানক্লাব থেকে ২০ জনকে বাছাই করতে আগে থেকেই।

চেন্নাইয়ের যে হোটেলে কিং খান রুম বুক করেছিলেন, এই ২০ জনের জন্যও সেই হোটেলে ঘর বুক করে দেওয়া হয়। এমনকি এই ২০ জনের সমস্ত সুবিধার দিকে খেয়াল রাখে শাহরুখ খানের টিম।এই ২০ জনের সাথেই দেখা করেন কিং খান। সকলের সঙ্গে শাহরুখ খান গল্প করেন, ছবি তোলেন। এমনকি সবাইকে উপহারও দেন। সুধীরের জানিয়েছেন, শাহরুখ খানের মিষ্টি আর শান্ত ব্যবহার তাঁদের মুগ্ধ করেছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker