Entertainment

বন্ধ হতে চলেছে জলসার দুটি ধারাবাহিক! বদলে আসছে নতুন দুটি ধারাবাহিক

বাংলা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের জন্য সুখবর। টিভির পর্দায় আসতে চলেছে আরো দুটি নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত হবে এই দুটি ধারাবাহিক। ইতিমধ্যে ধারাবাহিক দুটির প্রোমো প্রকাশ্যে এসেছে। প্রোমো প্রকাশ্যে আসতে দর্শকরা বেশ আগ্রহী হয়ে উঠেছে ধারাবাহিক দুটির জন্য। এবার প্রশ্ন হলো স্টার জলসার কোন দুটি সিরিয়ালের জায়গায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক দুটি।

লাভ বিয়ে আজ কাল’-এর প্রোমো প্রকাশ্যে এলো

স্টার জলসায় সে সিরিয়ালটি প্রকাশ্যে তাঁর একটি হলো ‘লাভ বিয়ে আজ কাল’ (Love Biye Ajj Kal)। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ধারাবাহিকটির প্রোমো প্রকাশ্যে এসেছে। যীশু সেনগুপ্তর প্রোডাকশনের (Jisshu Sengupta) নতুন ধারাবাহিক এটি। যেখানে ওঙ্কার ও শ্রাবনের মিষ্টি গল্প দেখানো হবে। ওঙ্কারের চরিত্রে দেখা যাবে অভিনেতা ওম সাহানিকে। অন্যদিকে শ্রাবনের চরিত্রে অভিনয় করবেন মৌমিতা সরকার।

ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির ‘তোমাদের রানী’

অন্যদিকে, স্টার জলসায় আরেকটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। যার নাম ‘তোমাদের রানী’ (Tomader Rani)। ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই ধারাবাহিকটি তৈরি হয়েছে। একদিকে মা হওয়া অন্যদিকে মা হওয়ার পর ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে লড়াই করা-এমনই এক লড়াকু মেয়ের গল্প দেখানো হবে। রানী ও দুর্জয় এই ধারাবাহিকের প্রধান চরিত্র। যে দুটি চরিত্রে দেখা যাবে একদম নতুন জুটিকে।

বন্ধ হয়ে যেতে পারে স্টার জলসার দুটি ধারাবাহিক

কোন দুটি ধারাবাহিকের জায়গা নেবে নতুন দুটি ধারাবাহিক। স্টার জলসার কোন ধারাবাহিক গুলি শেষ হতে চলেছে। নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে আসার পরই দর্শক মনে এমন প্রশ্ন জাগতে শুরু করেছে। এই মুহূর্তে স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল যেমন ‘গুড্ডি’ (Guddi), ‘এক্কা দুক্কা’ (Ekka Dokka), ‘পঞ্চমী’ (Ponchomi) ও ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) টিআরপির অনেকটা নিচে আছে। তাই দর্শক ভাবতে শুরু করেছে, এই কয়েকটি সিরিয়ালের মধ্যে থেকে যে কোনো দুটি বন্ধ হয়ে যাবে। পরিবর্তে আসবে দুটি নতুন ধারাবাহিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button