দর্শকের ভয় সত্যি হল, মারা যাচ্ছে ‘মিঠাই’! সিরিয়ালের নতুন প্রোমো ঘিরে ক্ষোভ প্রকাশ অনুরাগীদের

মিঠাই (Mithai) ধারাবাহিক প্রথম থেকেই জনপ্রিয়তা পেয়ে এসেছে। টি আর পি-এর দৌড়ে বরাবর এগিয়ে থেকেছে এই ধারাবাহিক। তবে মিঠাই ধারাবাহিকের টি আর পি বেশ কিছু মাস ধরে ওঠানামা করছে। তবুও টিমের পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছে টি আর পি-এর দৌড়ে মিঠাইকে এগিয়ে রাখার। সম্প্রতি মিঠাই গল্পে নতুন মোড় এসেছে। ধারাবাহিকে মিঠাই আর সিদ্ধার্থের কোল আলো করে এসেছে সন্তান। মোদক পরিবার বেশ আনন্দে রয়েছে ছোট্ট সদস্যকে নিয়ে।

কিন্তু কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ছোট পর্দায় শেষ হয়ে যাচ্ছে মিঠাই ধারাবাহিক! পরবর্তীতে জানা যায় সেটা রটনা ছিল। তবে পরবর্তীতে নতুন জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল যে, মিঠাইয়ের নাকি মৃত্যু দেখানো হবে এই ধারাবাহিকে। তবে সেই কথা প্রথমে বিশ্বাস হয়নি অনেকেরই। কিন্তু মিঠাইয়ের নতুন প্রোমো (Promo) সেই সন্দেহের আগুনেই ঘৃতাহুতির মতো কাজ করলো এবার।

সম্প্রতি, মিঠাইয়ের একটি নতুন প্রোমো সামনে এসেছে। যে প্রোমোতে দেখানো হয়েছে মোদক বাড়িতে মিঠাইরানীর ছবিতে মালা ঝুলছে। আর মিঠাই আর সিদ্ধার্থের ছেলে শাক্য বেশ বড় হয়ে দুষ্টু হয়ে গেছে। সেই ছেলেকে পড়াতে মোদক বাড়িতে এসেছে শাক্যের ম্যাডাম, যে একেবারে মিঠাইয়ের মতোই দেখতে। যাকে দেখে অবাক হয়েছে মোদক বাড়ির সকলে।

তবে মিঠাইয়ের নতুন প্রোমো দেখে অনুরাগীরা বেশ ক্ষিপ্ত হয়েছেন। মিঠাইয়ের মৃত্যু দেখানো হয়েছে সেখানে, যা দেখে নেটিজনরা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে মিঠাই চরিত্রটি ধারাবাহিকে মৃত হলেও সেই একই চেহারা ফিরে আসবে মিঠি চরিত্রে। অর্থাৎ সৌমিতৃষা এবারে মিঠাই নয়, মিঠি চরিত্রে ফিরবে। সেই জন্যই দর্শকরা কিছুটা নিশ্চিন্ত হয়েছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker