Alia Bhat: ভূমিষ্ঠ হলো রণবীর-আলিয়ার প্রথম সন্তান, শুভেচ্ছায় ভাসলো নেটপাড়া

সকল অপেক্ষার অবসান। ভূমিষ্ঠ হল আলিয়া ভাট (Alia Bhatt) এবং রনবীর কাপুরের (Ranbir Kapoor) সন্তান। সাংবাদিকদের প্রথম এই খবর দিলেন রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালেই সন্তানের জন্ম দেন আলিয়া। এই খবর খুশি আলিয়া এবং রণবীরের পরিবর। আলিয়ার পাশে ছিলেন তাঁর স্বামী সহ বাড়ির সকলেই।

চলতি বছরের ১৪ ই এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রেগন্যান্সি (Pregnancy) অর্থাৎ গর্ভাবস্থার খবর জানিয়েছিলেন। আলিয়ার মাতৃত্বের সংবাদের পর থেকেই রণবীর আলিয়ার অনুরাগীরা দিন গুনছেন সুখবর পাওয়ায়। তেমনই কাপুর পরিবারেও তোড়জোড় শুরু হয়ে গেছিল। আলিয়ার শেষ পর্যায়ের সাধের অনুষ্ঠানেও ছিল ঝাঁকঝমকের ছোঁয়া।

View this post on Instagram

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আলিয়া মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে পৌঁছান। আলিয়ার সঙ্গে রণবীর ছিলেন। তবে শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুরেরর ঠাকুমা নীতু কাপুরও হাজির হয়েছেন হাসপাতালে। আলিয়া একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আলিয়া এবং তাঁর সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এই হাসপাতালে ঋষি কাপুর নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এই হাসপাতালেই কাপুর পরিবারে এল নতুন সদস্য।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker