লন্ডন, প্যারিসে মত নতুন ‘হোহো’ বাস পরিষেবা চালু হবে কলকাতায়

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) ক্ষমতায় আসার পর থেকে নানান প্রকল্প শুরু করেছেন। এছাড়াও তিনি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। সেই পরিকল্পনা সফল করার জন্য কলকাতার (Kolkata) একাধিক ক্ষেত্রে লন্ডনের (London) ছোঁয়া লাগিয়েছেন তিনি। সকলেরই জানা যে এ বছর দুর্গাপূজার সময় কলকাতায় লন্ডনের মতন হুড খোলা বাস নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তবে জানা গেল এবার কলকাতায় চালু হতে চলেছে হো হো (HOHO) বাস পরিষেবা।

এই হো হো কথাটির পুরো অর্থ হল হপ অন হপ অফ। লন্ডন, প্যারিস (Paris), দুবাই ( Dubai) এর মত বড় শহরে রয়েছে এই বাস গুলি। জানা গেল এবারে এই বাস কলকাতাতেও আসতে চলেছে। জানা গেছে এই বাসগুলি হবে পুরোটাই এসি বাস এবং এই বাস গুলির মধ্যে কলকাতা শহরের 18 টি জনপ্রিয় স্থান ঘুরিয়ে দেখানো হবে । পর্যটকদের কথা ভেবে এই বাস গুলি সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। একেবারে এক বাসে চড়েই কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন তারা।

এছাড়াও জানা গেছে পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে এই বাসগুলি চালু হতে চলেছে। কুড়ি মিনিট অন্তর অন্তর বাস গুলি চালু থাকবে বলে জানা গেছে। শুধু তাই নয় এ ছাড়াও জানা গেছে আগামী সপ্তাহেই বাসের পরিষেবা চালু হবে। একথা জানার পর থেকেই কলকাতা বাসিরা ও ভীষণ আনন্দিত। এছাড়াও পর্যটকদের (Tourist) মনেও আশা সঞ্চার ঘটেছে। এর মাধ্যমে খুব সহজে কলকাতা দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker