মিঠাই মারা গিয়ে ফিরে এলো মিঠি হয়ে! জিৎ-কোয়েলের বন্ধন মুভির দৃশ্য কপি করেছে ‘মিঠাই’, দাবি নেটিজেনদের

বাংলা ধারাবাহিক গুলি দর্শকদের খুবই প্রিয়। সেরকমই দর্শকদের প্রিয় একটি ধারাবাহিক হলো মিঠাই (Mithai) । এই ধারাবাহিকটি এক সময় বেঙ্গল টপার (Bengal Topper) ছিল। কিন্তু এখন এর টিআরপি (TRP) কিছুটা কম হচ্ছে। এই ধারাবাহিকের স্লট টাইম (Slot Time) ও চেঞ্জ (Change) করে দেওয়া হয়েছে। ধারাবাহিক টির নতুন প্রমো (Promo) দর্শকরা দেখতে পেয়েছেন। যেটি দেখার পর থেকেই দর্শকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ধারাবাহিকের এই প্রমোতে দেখানো হয়েছে মিঠাই মারা যাবার পর তার ছেলেকে সামলানো খুব মুশকিল হয়ে পড়েছে। সেই মুহূর্তে সিড সিদ্ধান্ত নিয়েছে যে এরপরে যে টিচার (Teacher) তার ছেলেকে পড়াতে আসবে সেও যদি ব্যর্থ হয় তাহলে সে তার ছেলেকে হোস্টেলে (Hostel) পাঠিয়ে দেবে। এমন সময় মনোহরার সকলে মিঠাইয়ের মালা পরানো ছবির দিকে তাকিয়ে প্রার্থনা করেছে কিছু একটা করার জন্য। সেই সময় বেল বেজে উঠেছে এবং দরজা খোলার পর মিঠাই এর মতন দেখতে একজন এসেছে। সে নিজেকে মিঠি (Mithi) বলে পরিচয় দিচ্ছে এবং প্রমো দেখে মনে হচ্ছে সে মিঠাইয়ের ছেলের নতুন টিউশন টিচার (Tution Teacher) ।

এই প্রোমোটি দেখে দর্শকরা জিত (Jeet) ও কোয়েল (Koyel) অভিনীত বন্ধন (Bandhan) সিনেমাটির সঙ্গে মিল পেয়েছেন। কারণ সেখানেও দেখা যায় কোয়েল মারা যান এবং কোয়েলের মালা পরানো ছবির দিকে তাকিয়ে যখন প্রার্থনা করা হয় তখন হুবহু কোয়েলের মতনই দেখতে কোয়েলের বোন চলে আসে সেখানে। সেও এসে বেল বাজায়। এই দৃশ্যের সঙ্গে মিঠাই এর নতুন প্রমোর মিল পেয়ে একজন লিখেছেন যে বন্ধন তার খুবই প্রিয় সিনেমা। একে মিঠাই কপি করে নিয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker