দেশের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন, অবস্থান কলকাতার প্রতিবেশী রাজ্যে, রইল বিস্তারিত

ইংরেজরা ভারতে আসার পর তাঁদের সুবিধার্তেই রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল। পরিবহন ব্যাবস্থা তথা যাত্রীদের ভ্রমণ ব্যাবস্থা সবকিছুই স্বল্প খরচে মেটানো যায় এই রেল পথের মাধ্যমেই। প্রথমদিকে সারা দেশে এই ব্যবস্থা ছিল না তবে আসতে আসতে এর সম্প্রসারণ ঘটেছে সারা দেশ জুড়ে। বর্তমানে সারা দেশ জুড়ে রয়েছে এই রেল ব্যাবস্থা।

দেশের প্রতিটি রেল স্টেশনের সাথে জড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস। কিছু কিছু রেল স্টেশন এর নাম ভীষণই অদ্ভুত আবার কিছু রেল স্টেশন এর নাম ভীষণই মজাদার। আজকে জানব এমনই একটা রেল স্টেশন এর ইতিহাস।

কিছুকিছু সময় স্টেশন অন্তর্ভুক্ত বাসিন্দারা অনেক সময় আওয়াজ তুলেছেন নাম বদলানোর। আমরা অনেক সময় দেখি কিছু স্টেশন এর নাম খুবই বড় আবার কিছু স্টেশন এর নাম খুব খুবই ছোট। আমাদের দেশের সবথেকে ছোট স্টেশন এর নাম জানবো চলুন।

এই স্টেশন টি অবস্থিত কলকাতা এর পাশের রাজ্য ওড়িশা তে। ভারতবর্ষের সবথেকে ছোট রেল স্টেশন টি রয়েছে সেখানেই। স্টেশন টি হল ‘আইবি’ । মাত্র দুটি অক্ষর দিয়ে তৈরি এই স্টেশন টি । এটির উৎপত্তি ঘটেছে মহানদীর উপনদী ‘ইব’ থেকে। এটি ভারতের একমাত্র ক্ষুদ্রতম রেল স্টেশন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker