ধেয়ে আসছে কালবৈশাখী! বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি ভাসাবে এই জেলাগুলিকে

ধেয়ে আসছে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।পূর্বে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া :

  • সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৯°সেলসিয়াস
  • সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.১° সেলসিয়াস
  • আর্দ্রতা : ৭৯%
  • বাতাস : ১৪ কিমি/ঘন্টা
  • মেঘে ঢাকা : ৮৩%

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তাছাড়াও দমকা হওয়া বইবে এবং তার জন্য তাপমাত্রা কমবে।

কলকাতার আবহাওয়া :বুধবার দিনের তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। কাল রাতের তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি।বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮৮ শতাংশ।তবে বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকবে ও তার জন্য তাপমাত্রা কমবে । তাছাড়াও হতে পারে কালবৈশাখী।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।আজ বিকেল থেকেই দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর দফতর।

কালবৈশাখীর দাপট : আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ১৭ মার্চ উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে।১৮ ও ১৯ মার্চ উত্তরবঙ্গে শুধু বৃষ্টি হবে।এই কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণবঙ্গজুড়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker