Entertainment

Jeetu Nabanita: জিতু-নবনীতার সম্পর্কে ফাটলের নেপথ্যে শ্রাবন্তী? মুখ খুললেন নবনীতা

জিতু কামাল নবনীতার হঠাৎ বিচ্ছেদ। কেন বিচ্ছেদের সিদ্বান্ত নিলেন তারা। তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তোলপাড়.. কারণ আন্দাজ করতে উদগ্রীব অনেকেই। একাধিক সাক্ষাৎকারে, নিজেদের বিচ্ছেদ নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন অভিনেত্রীনবনীতা দাস। কিন্তু তাঁর পরেও অনুরাগীদের প্রশ্ন, তাঁর ও জিতু কমলের এর সম্পর্কের মধ্যে কী কোনও তৃতীয় ব্যক্তি এসেছিলেন? আর সেই কারণেই বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা? সত্যিটা কী? সোশ্যাল মিডিয়ায় এবার একটি ভিডিও করে এবিষয়ে মুখ খুললেন নবনীতা।

অনেকেই তাঁর কাছে প্রশ্ন করছেন, কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে জানান তিনি। নবনীতার কথায়, ‘আমার নিজেরা একে অপরের সঙ্গে ভাল থাকতে পারছিলাম না। আমাদের নিজেদের মধ্যে অশান্তি হয়েছে, চিৎকার হয়েছে। কিন্তু সেটা কখনও কোনও তৃতীয় ব্যক্তিকে নিয়ে নয়।

অনেক জায়গায় শুনেছি, জিতুর সঙ্গে শ্রাবন্তীদিকে জড়িয়ে অনেক রকম মন্তব্য হচ্ছে। সেটা যেমন আমার পক্ষে কষ্টকর, খারাপ লাগার, তেমনই আমার ধারণা জিতুরও এতে খারাপ লেগেছে। আমার আর শ্রাবন্তীদির মধ্যে ভীষণ ভাল সম্পর্ক। লন্ডনে যখন গিয়েছিলাম, একসঙ্গে কত গল্প, খাওয়া দাওয়া করেছি। ওকে জড়িয়ে এই ধরনের মন্তব্য অনর্থক, সত্যিই আমাদের খারাপ লেগেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button